২০ কিলোমিটার ধাওয়া করে দুষ্কৃতীদের কাছ থেকে গাড়ি উদ্ধার করলো পুলিশ

Spread the love
শনিবার দুপুরে দিল্লির রোহিনী সেক্টর নাইন থেকে দামি গাড়ি চুরি করে পালাচ্ছিল দুই দুষ্কৃতী। তাদের ২০ কিলোমিটার ধাওয়া করে কানঝাওয়ালা অঞ্চল থেকে গাড়ি উদ্ধার করল পুলিশ।
পুলিশের ডেপুটি কমিশনার রজনীশ গুপ্ত জানিয়েছেন, রোহিণীর এক বেসরকারি স্কুলের মালিকের একটি টয়োটা ফরচুনার গাড়ি আছে। তার চালকের নাম ভীমকুমার মিশ্র। তিনি গাড়ি চালিয়ে মালিকের বাড়ি থেকে পিতামপুরে যাচ্ছিলেন। দুপুর দেড়টা নাগাদ তিনি এক সিগন্যালে দাঁড়িয়েছেন, এমন সময় আচমকা উদয় হয় দুই ব্যক্তি। একজন জানলা দিয়ে হাত বাড়িয়ে ভীমের কপালে রিভলভার ঠেকিয়ে দেয়। তারপর সে ভীমকে ঠেলে গাড়িতে উঠে পড়ে। অপরজন ওঠে গাড়ির পিছনে।
যে রিভলভার ঠেকিয়েছিল, সে গাড়ি চালাতে থাকে। ভীম চিৎকার শুরু করেন ।  প্রথমে ডাকাতরা স্থির করেছিল, তাঁকে মেরে ফেলবে। পরে তাঁকে গাড়ি থেকে ফেলে দেয়। তিনি প্রথমে মালিককে ও পরে পুলিশকে ফোন করেন।  পুলিশকর্মীরা জানতে পারেন, গাড়িতে জিপিএস আছে। সঙ্গে সঙ্গে আশপাশের সব পুলিশ ভ্যান ও থানাকে খবর দেওয়া হয়।  জিপিএস মারফৎ গাড়ির গতিবিধির ওপরে নজর রাখা হতে থাকে।
একটি পুলিশ ভ্যান ধাওয়া করে কানঝাওয়ালার কাছে জৌনতি অঞ্চলে গাড়িটির নাগাল পেয়ে যায়। দুই দুষ্কৃতী গাড়ি থামিয়ে দুদিকে দৌড়ে পালায়। একজন পুলিশের চোখের আড়ালে চলে যায়।  অপরজন খোলা মাঠের মধ্যে দিয়ে দৌড়তে থাকে। রিভলভার বার করে পুলিশকে ভয় দেখায়। পুলিশ তখন শূন্যে গুলি ছোঁড়ে। শেষকালে পুলিশকর্মীরা তাকে ধরতে সক্ষম হন।
ধৃতের নাম মনু।  বয়স ২৫। বাড়ি হরিয়ানার সোনেপতে। এর আগে সে চারটি গাড়ি চুরি করেছে।
ডিসিপি রজনীশ গুপ্ত জানিয়েছেন, যে পুলিশকর্মীরা গাড়িটি উদ্ধার করেছেন, তাঁদের পুরস্কার দেওয়া হবে শীঘ্র।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*