ক্যান্সার নিয়ে যুগান্তকারী গবেষণায় এ বছর চিকিত্সায় নোবেল পুরস্কার পেলেন মার্কিন চিকিত্সা বিজ্ঞানী জেমস অ্যালিসন ও জাপানি বিজ্ঞানী তাসুকু হোনজো৷ সোমবার সুইডেনের ক্যারোনিনস্কা ইন্সস্টিটিউটে চিকিত্সা বিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়৷
এই দুই গবেষক ক্যান্সারের চিকিত্সায় এমন এক থেরাপি আবিষ্কার করেছেন, যার কোনও পার্শপ্রতিক্রিয়া নেই এবং ক্যান্সারের কোষ দমনে মানবশরীরের প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেবে৷ এই যুগ্ম বিজ্ঞানীর এই গবেষণাকে বলা হচ্ছে, ইমিউন চেকপয়েন্ট থিওরি৷
টেক্সাসের এমডি অ্যান্ডারসন ক্যান্সার সেন্টারে গবেষণা করেন ৭০ বছরের অধ্যাপক জেমস অ্যালিসন ৷ জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৪ বছর অধ্যাপনা করেছেন হোনজো৷ চিকিৎসায় নোবেল দেওয়ার মাধ্যমে এ বছরের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হল। এরপর পর্যায়ক্রমে পদার্থ, রসায়ন, শান্তি এবং অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
এ বছর রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি সাহিত্যের নোবেল পুরস্কার স্থগিত রেখেছে।
Be the first to comment