মহাত্মা গান্ধীকে মরণোত্তর স্বর্ণপদক দিতে পারে আমেরিকার কংগ্রেস

Spread the love
বিশ্ব জুড়ে শান্তি ও অহিংসা প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার জন্য মহাত্মা গান্ধীকে মরণোত্তর স্বর্ণপদক দিতে পারে আমেরিকার কংগ্রেস। গত ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্ক থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য ক্যারোলিন ম্যালোনি মহাত্মা গান্ধীকে স্বর্ণপদক দেওয়ার জন্য একটি প্রস্তাব পেশ করেন।  চার প্রভাবশালী ভারতীয় বংশোদ্ভূত কংগ্রেস সদস্য অমি বেরা, রাজা কৃষ্ণমূর্তি, রো খান্না ও প্রমিলা জয়াপাল তাঁকে সমর্থন করেছেন। প্রস্তাবটি বিবেচনার জন্য পাঠানো হয়েছে কংগ্রেসের কমিটি অন ফিনান্সিয়াল সার্ভিসেস এবং কমিটি অন হাউস অ্যাডমিন্সট্রেশনের কাছে।
আমেরিকায় সর্বোচ্চ অসামরিক সম্মান হিসাবে কংগ্রেস থেকে সোনার মেডেল দেওয়া হয়। খুব কম বিদেশীকেই ওই পুরস্কার দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে আছেন মাদার টেরিজা, নেলসন ম্যান্ডেলা, পোপ দ্বিতীয় জন পল, দলাই লামা, আউং সান সু কি, মহম্মদ ইউনুস এবং সাইমন পেরেজ।
গত অগাস্টে নিউ ইয়র্কে ইন্ডিয়া ডে প্যারেডে ক্যারোলিন ম্যালোনি বলেন, মহাত্মা গান্ধীর ঐতিহাসিক সত্যাগ্রহ আন্দোলন ও অহিংস প্রতিরোধ সারা বিশ্বকে অনুপ্রাণিত করেছিল। আমেরিকায় মার্টিন লুথার কিং এবং দক্ষিণ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলা তাঁর প্রদর্শিত পথে আন্দোলন করেছেন।
নিউ ইয়র্কে ভারতের কনসাল জেনারেল সন্দীপ চক্রবর্তী বলেন, আমরা এই বছরে মহাত্মাজির জন্মের সার্ধশতবার্ষিকী পালন করছি। তাঁকে কংগ্রেসের গোল্ড মেডেল দেওয়ার জন্য ক্যারোলিন ম্যালোনি যে উদ্যোগ নিয়েছেন, সেজন্য তাঁকে ধন্যবাদ জানাই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*