সার্জিকাল স্ট্রাইকের বর্ষপূর্তির মধ্যেই জানা গিয়েছে, গত সাতমাসে পাক সীমান্তে মারা গিয়েছেন ৫২ জন, জখম হয়েছেন ২৩২ জন। সবমিলিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে ১,৪৩৫টি। একটি আরটিআই আবেদনের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, জুলাইয়ের শেষ পর্যন্ত ২৮ জন সাধারণ নাগরিক, ১২ জন সেনাকর্মী ও ১২ জন বিএসএফ জওয়ান নিহত হয়েছেন। ওই একই সময়ে ১৪০ জন নাগরিক, ৪৫ সেনা জওয়ান, সীমান্তরক্ষী বাহিনীর ৪৭ জন জওয়ানের মৃত্যু হয়েছে। গতবছর যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছিল ৯৭১ বার। মারা গিয়েছিলেন ১২ নাগরিক, ১৫ সেনা ও ৪ জন বিএসএফ জওয়ান। আহত হয়েছিলেন ১৫১ জন। ২০১৬ সালে জম্মুকাশ্মীরে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন হয়েছিল ৪৩৯ বার। মারা গিয়েছিলেন ২৬ জন।
Be the first to comment