সংসার চালাতে চাকরি-বাকরি করেই কেটে গেছে জীবনের অনেকটা সময়। স্নাতক হওয়ার পর আর তাই পড়া হয়নি তাঁর। ইচ্ছে ছিল সুযোগ হলে মাস্টার ডিগ্রী করবেন। ৮৭ বছর বয়সে তাঁর সেই মনবাসনা পূর্ণ হলো। ইচ্ছে শক্তির কাছে হেরে গেল বয়স। মাস্টার ডিগ্রির জন্য ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন অসমের নাগরিক রবীন্দ্রনাথ দাশ।
১৯৫১ সালে ম্যাট্রিক পরীক্ষা পাশেরও আগে তিনি একটি চা-বাগানে চাকরি করতেন। ম্যাট্রিক পরীক্ষা পাশের পর, ১৯৫৩ সালে জোড়হাট কলেজ থেকে কমার্স বিভাগে স্নাতক হন।। কিন্তু এমকম করার ইচ্ছে তাঁকে তাড়িয়ে বেড়াচ্ছিল! অবশেষে তাঁর ইচ্ছে পূরণ হল। এ বছর তিনি জোড়হাট কলেজে ভর্তি হলেন স্নাতকোত্তর ডিগ্রির জন্য। ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিসটেন্স এডুকেশন ব্যবস্থায় তিনি মাস্টার্স করবেন।
সংবাদ সংস্থা পিটিআই-কে রবীন্দ্রনাথ জানিয়েছেন, আগামী নভেম্বর থেকে ক্লাস শুরু। অনেকদিন প্রথাগত শিক্ষার মধ্যে নেই। তাই পাশ করার জন্য তিনি প্রাইভেট কোচিং-এ ভর্তি হবেন বলেও জানিয়েছেন।
Be the first to comment