বুধবার দেশের ৪৬ তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন বিচারপতি রঞ্জন গগৈ। এর আগের প্রধান বিচারপতি দীপক মিশ্র ১ অক্টোবর অবসর নেন। রঞ্জন গগৈকে রাষ্ট্রপতি ভবনে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী অরুণ জেটলি, দুই প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও দেবগৌড়া ।
প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বয়স ৬৩। এই প্রথম উত্তর-পূর্ব ভারতের কেউ দেশের প্রধান বিচারপতি হলেন। তাঁর কার্যকালের মেয়াদ হবে ১৩ মাসের সামান্য বেশি। ২০১৯ সালের নভেম্বরে তিনি অবসর নেবেন।
তিনি মৃদুভাষী। কিন্তু প্রয়োজনে কঠোর হতে জানেন। গত জানুয়ারি মাসে যে চার বিচারপতি প্রথা ভেঙে সাংবাদিক বৈঠক করে তৎকালীন প্রধান বিচারপতি দীপক মিশ্রের সমালোচনা করেছিলেন, রঞ্জন গগৈ তাঁদের একজন।
১৯৫৪ সালের ১৮ নভেম্বর তাঁর জন্ম হয়। অ্যাডভোকেট হিসাবে এনরোল করেন ১৯৭৮ সালে। গুয়াহাটি হাইকোর্টে প্র্যাকটিস করতেন। ২০০১ সালে গুয়াহাটি হাইকোর্টের স্থায়ী বিচারপতি নিযুক্ত হন। ২০১০ সালে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বদলি হন। সুপ্রিম কোর্টে আসেন ২০১২ সালে।
Be the first to comment