ফের লস্কর হানার আশঙ্কা রাজধানী দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চলে। ফলে দিল্লি ও তার আশেপাশের কয়েকটি রাজ্যের রেল স্টেশনগুলিতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট।
জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার কম্যান্ডার মৌলবি আবু ভুখারির নামে একটি হুমকি চিঠি এসে পৌঁছেছে গোয়েন্দাদের হাতে। সেখানে লেখা রয়েছে, ২০ অক্টোবর উত্তর প্রদেশ, হরিয়ানা ও পাঞ্জাবের বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণ ঘটানো হবে। গোয়েন্দা সূত্রে খবর, আম্বালা, রেওয়ারি, জাঘদারি, রোহতক, পানিপথ, কুরুক্ষেত্র, হিসার, সিরসা প্রভৃতি জায়গা জঙ্গিদের নিশানায় রয়েছে।
ফলে এই সব জায়গায় রেল স্টেশনগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে। মঙ্গলবার থেকেই ট্রেনের ভিতর, প্ল্যাটফর্ম, যাত্রীদের লাগেজ ও পার্কিংয়ের জায়গা তন্ন তন্ন করে তল্লাশি চালানো হচ্ছে। যদিও রেলমন্ত্রক সূত্রে খবর, এখনও এর জন্য আলাদা করে কোনও পুলিশ মোতায়েন করা হয়নি। রেল পুলিশ ও স্টেশনে মোতায়েন পুলিশ কর্মীরা এই তল্লাশির কাজ চালাচ্ছেন। সন্দেহভাজন কাওকে দেখলেই তাঁকে জেরা করা হচ্ছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এই তল্লাশি চলবে বলে গোয়েন্দা সূত্রে খবর।
এই বছরের শুরুর দিকেও উত্তর রেলের ডিআরএমের কাছে এই রকমেরই একটি হুমকি চিঠি এসেছিল। সেখানে লেখা ছিল, ৬ ও ১০ জুন বিভিন্ন রেল স্টেশন ও মন্দিরে হামলা হতে পারে। এই চিঠি পেয়ে বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছিল। কিন্তু কোনও রকমের জঙ্গি হানা হয়নি।
তবু কোনও রকমের ঝুঁকি নিতে নারাজ গোয়েন্দারা। তাই সব রকমের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছেন তাঁরা।
Be the first to comment