সারদা কাণ্ডে তদন্তের জন্য প্রাক্তন দুই গোয়েন্দা প্রধানকে ডেকে পাঠিয়েছিল সিবিআই। পরামর্শ করার জন্য নয়। জিজ্ঞাসাবাদের জন্য। কলকাতা পুলিশের প্রাক্তন গোয়েন্দা প্রধান পল্লবকান্তি ঘোষ এবং মালদহের পুলিশ কমিশনার তথা বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা প্রধান অর্ণব ঘোষ। বুধবার সিবিআই দফতর সিজিও কমপ্লেক্সে এসে হাজিরা দিয়ে গেলেন পল্লববাবু।
এ দিন বেলা সাড়ে এগারোটা নাগাদ সিজিও-তে আসেন পল্লববাবু। এই প্রথম সারদা তদন্তে রাজ্য সরকারের গঠন করা স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট)-এর কোনও সদস্যকে ডেকে পাঠিয়েছিল সিবিআই। ঘণ্টা দেড়েকের জেরা শেষে বাইরে এসে পল্লববাবু সাংবাদিকদের বলেন, “সিটের সদস্য ছিলাম। অফিসাররা আমাকে ডেকেছিলেন সাক্ষী হিসেবে। তাঁরা যা জানতে চেয়েছেন আমি বলেছি। আগামী দিনেও তদন্তে সহযোগিতা করব।”
প্রসঙ্গত, সারদা কেলেঙ্কারি নিয়ে অনেক বিরোধী নেতাই অভিযোগ তোলেন সিটের বিরুদ্ধে। তাঁদের বক্তব্য, সিট কোনও তদন্ত করেনি। আসলে ওটা ছিল তথ্য লোপাট করার সরকারি টিম। সেই সময় রাজ্য সরকার সারদা অস্বস্তি ঢাকতে দুটি পদক্ষেপ গ্রহণ করেছিল। এক, তদন্ত করতে সিট গঠন। এবং দুই, টাকা ফেরতের জন্য কমিশন গঠন। যার মাথায় ছিলেন প্রাক্তন বিচারপতি শ্যামল সেন। কিন্তু দেশের শীর্ষ আদালতের নির্দেশে সারদায় সিবিআই তদন্ত শুরু হওয়ার পরই সেসব ধামা চাপা পড়ে যায়।
শাসক দলের নেতারা প্রায়ই অভিযোগ করেন, সিবিআই-কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বিজেপি। উল্টোদিকে বিজেপি নেতারা বলেন, তদন্ত হচ্ছে আদালতের নির্দেশে। তৃণমূলের কিছু বলার থাকলে কোর্টে গিয়ে বলুক। এরমধ্যেই মঙ্গলবার মুকুল রায় এবং কৈলাস বিজয়বর্গীয়র ফোনে কথপোকথন ফাঁস হয়ে যায়। সেই নিয়েও শুরু হয়েছে পদ্মফুল-জোড়াফুলের চাপান উতোর।
ইতিমধ্যে সিবিআকি নাকি বেশ কিছু নথি চেয়ে পাঠিয়েছে তৃণমূলের প্রাক্তন এক রাজ্যসভার সাংসদের কাছ থেকে। ওই সময় কোন ব্যবসায় কতটাকা তিনি ঢেলেছিলেন তার স্টেটমেন্ট চেয়েছেন গোয়েন্দা আধিকারিকরা। কিন্তু পল্লববাবুর হাজিরা দেওয়ার পর এখন একটাই প্রশ্ন, অর্ণব কবে?
Be the first to comment