ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো তারকেশ্বর থানার চাঁপাডাঙ্গা পঞ্চায়েতের সাহাচক এলাকায়

Spread the love
রিপোর্টার- (সুভাষ মজুমদার)
ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো তারকেশ্বর থানার চাঁপাডাঙ্গা পঞ্চায়েতের সাহাচক এলাকায়। বুধবার ভোর সাড়ে চারটে নাগাদ মনোজ সাহা ও সমর ভক্ত নামে দুই ব্যক্তি কোলকাতায় বেসরকারি সংস্থার কাজে যোগ দিতে যাবার জন্য তারকেশ্বর ট্রেন ধরার উদ্দ্যেশে সাহাচক থেকে সাইকেল করে আসছিলেন দামোদর বাঁধের রাস্তা ধরে। প্রতিদিনই তারা ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন।সেই সময় জনাচারেক দুষ্কৃতী তাদের উপর হামলা চালায় ছিনতাইয়ের উদ্দ্যেশে। তাদের পকেটে থাকা বেশ কিছু টাকা ছিনিয়ে নিয়ে তাদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তাদের তারকেশ্বর গ্রামীন হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
মনোজ সাহা বলেন সাহাচক বাঁধের রাস্তা দিয়ে আমরা আসছিলাম হটাৎ করে চার পাঁচ জন আমাদের আটকে দিয়ে আমাদের কাছে বেশ কিছু টাকা হাতিয়ে নেয় এবং আমাদের বেধড়ক মারধর করে।আমরা তারকেশ্বর হাসপাতালে চিকিৎসা করাই।
তারকেশ্বর থানার পুলিশ সূত্রে খবর এধরণের কোনো ঘটনা ঘটেনি বা তাদের কাছে এখনও কোনো অভিযোগ জমা পড়েনি।অভিযোগ আসলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
অন্য দিকে চাঁপাডাঙ্গা এলাকার পঞ্চায়েত প্রধান সোমা চ্যাটার্জি বলেন ভোরের দিকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে পুলিশকে জানানো হবে।আমার চাই এধরণের ঘটনা যেন না ঘটে।
সম্প্রতি তারকেশ্বরের চাঁপাডাঙ্গা এলাকায় চুরি ছিনতাইয়ের ঘটনা বার বার ঘটছে ফলে এলকার মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।বিশেষ করে বাইক চুরির ঘটনা হাসেশাই ঘটছে এই এলাকায়।এবিষয়ে সোমা দেবী বলেন আমরা দেখছি পুলিশের সাথে কথা বলে এধরনের ঘটনায় তারা যেন কঠোর পদক্ষেপ নেয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*