আগামীকাল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love
গত বছর তবু মহালয়ার দিনে উদ্বোধন হয়েছিল। এ বার তার থেকেও আগে হতে  চলছে শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজোর উদ্বোধন। সূত্রের খবর, আগামীকাল অর্থাৎ ৫ অক্টোবরেই শ্রীভূমির পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, প্রতি বছরের মতোই এই বছরেও নিজের পুজোর উদ্বোধনের জন্য মমতার কাছে সময় চেয়েছিলেন সুজিত বসু। একমাত্র ৫ অক্টোবরেই সময় দেন মুখ্যমন্ত্রী। তাই এ বার পিতৃপক্ষেই উদ্বোধন হয়ে যাবে শ্রীভূমির পুজোর। গত বছরে মহালয়ার দিনেই শ্রীভূমির পুজোর উদ্বোধন করেছিলেন মমতা বন্দ্যোপাধায়। তবে সেটা শুধুই ফিতে কেটে। দেবীর চক্ষুদান করেননি তিনি। বরং জানিয়েছিলেন পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনাতেই মায়ের চোখ আঁকা হয়। মহালয়ের আগে যেহেতু পিতৃপক্ষের অবসান হয় না তাই চোখ আঁকেননি মুখ্যমন্ত্রী। এ বারেও এই নিয়মের অন্যথা হবে না। ফিতে কেটেই ৫ তারিখ পুজোর উদ্বোধন করবেন মমতা।
প্রসঙ্গত আপাতত উত্তরবঙ্গ সফরে রয়েছে মুখ্যমন্ত্রী। ৫ তারিখ সেখান থেকেই ফিরেই শ্রীভূমির পুজো উদ্বোধন করবেন তিনি। তারপর যাবেন তৃণমূল ভবনে কোর কমিটির মিটিংয়ে। শ্রীভূমির স্পোর্টিং ক্লাবের তরফে জানানো হয়েছে, উদ্বোধনের পরেও বেশ কিছু কাজ বাকি থাকবে। তবে মণ্ডপ ঘিরে রেখে সেই কাজ পুজো শুরুর আগেই শেষ করে ফেলবেন তাঁদের কারিগরেরা।
এরপর মহালয়ার দিন অর্থাৎ ৮ অক্টোবর মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন নাকতলা উদয়ন সংঘ, চেতলা অগ্রণী এবং ৯৫ পল্লীর পুজো।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*