শিলিগুড়ির চা বাগান থেকে উদ্ধার হলো দু’টি চিতাবাঘের ছানা। শিলিগুড়ি মহকুমার অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের জ্বালাস নিজাম তালা পঞ্চায়েতের ভেলকু চা বাগানের একটি নালার মধ্যে পড়ে ছিল ওই বাচ্চা দু’টি। স্থানীয় বাসিন্দারাই প্রথম দেখতে পান এই ছানাদের। তারা জানিয়েছেন, নালার জলে হাবুডুবু খাচ্ছিল ছোট্ট দুই চিতাবাঘ। ওখান থেকে উদ্ধার করে বাচ্চা দু’টিকে চা বাগানের মধ্যেই ছেড়ে দেন গ্রামবাসীরা।
এরপর খবর দেওয়া হয় বনদফতরকে। বনদফতরের কর্মীরা এসে এলাকা পরিদর্শন করে গিয়েছেন। বাচ্চা দু’টিকে ধরার জন্য খাঁচাও পেতে রেখে গিয়েছেন তারা। তবে স্থানীয়রা আতঙ্কে রয়েছেন। কারণ নিয়ম অনুযায়ী বাচ্চা দেওয়ার পর আশেপাশেই থাকে মা চিতাবাঘ। তাই কখন ওই মা চিতা গ্রামে আক্রমণ চালাবে সেই ভয়েই দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা। তবে অনেকেই বলছেন এগুলো বনবেড়ালের বাচ্চাও হতে পারে। কারণ এই বয়সে চিতাবাঘের ছানা এবং বনবেড়ালের ছানা প্রায় একই রকম দেখতে হয়। তবে এই বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি বনদফতরের কর্মীরা।
Be the first to comment