সেচ দফতর নির্মিত ২৮৮টি ব্রিজ এবং কালভার্টের দায়িত্ব পূর্ত দফতরের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিলো সরকার

Spread the love
সেচ দফতরের তৈরি করা ২৮৮টি ব্রিজ এবং কালভার্টের দায়িত্ব পূর্ত দফতরের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এই ব্রিজ ও কালভার্টগুলির মধ্যে কয়েকটি রাজ‍্য সড়কের উপর এবং কয়েকটি বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ সড়কের উপর অবস্থিত। পূর্ত দফতরের তরফে জারি করা হয়েছে একটি বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তিতে পূর্ত দফতরের মুখ্য সচিব জানিয়েছেন, এ বার সমস্ত ব্রিজ এবং কালভার্টের নকশা পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারদের হাতে তুলে দেবেন সেচ দফতরের ইঞ্জিনিয়ারা। তারপর পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা ওই সব ব্রিজ ও কালভার্ট পরীক্ষা করে প্রয়োজন মতো সংস্কারের কাজ করবেন। সেচ দফতর এখনও পর্যন্ত এই ধরনের ১৫৪ টি ব্রিজ ও কালভার্টের নকশা পূর্ত দফতরের হাতে তুলে দিয়েছে। বাকি ২৩৩টি বিজ এবং কালভার্টের নকশাও পূর্ত দফতরের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সেচ দফতর।
মাঝের হাট ব্রিজ ভেঙে পড়ার পরই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল সেচ দফতরের অধীনে থাকা সমস্ত ব্রিজ এ বার থেকে রক্ষণাবেক্ষণ করবে পূর্ত দফতর এবং কেএমডি-এর মত বিশেষজ্ঞ সংস্থা। পরিসংখ্যান অনুযায়ী সেচ দফতরের অধীনে রয়েছে প্রায় তিন হাজারেরও বেশি ব্রিজ এবং কালভার্ট । তার মধ্যে থেকে পূর্ত দফতর ৩৮৭টি ব্রিজ এবং কালভার্ট চিহ্নিত করেছে। যেগুলি বিভিন্ন খাল, জাতীয় সড়ক এবং জেলার গুরুত্বপূর্ণ রাস্তার উপর রয়েছে। ইতিমধ্যে ১৫৪টি ব্রিজ এবং কালভার্টের দায়িত্ব সেচ দফতর পূর্ত দফতরের হাতে তুলে দিয়েছে। বাকি ২৩৩টি ব্রিজ এবং কালভার্টের রক্ষণাবেক্ষণের দায়িত্বও খুব তাড়াতাড়ি সেচ দফতরের থেকে নেবে পূর্ত দফতর। পূর্ত দপ্তরের প্রধান সচিব অর্ণব রায় সমস্ত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে তাঁদের এলাকায় সেচ দপ্তরের অধীনস্থ যত ব্রিজ এবং কালভার্ট রয়েছে সেগুলোর দায়িত্ব সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের থেকে বুঝে নেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি যে ব্রিজ এবং কালভার্টগুলি দুর্দশাগ্রস্ত অবস্থায় রয়েছে সেগুলোর অবিলম্বে সঙ্গস্কার এবং সংরক্ষণেরও নির্দেশ দিয়েছেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*