নকল শংসাপত্র জমা দেওয়ার অপরাধে দু’বছরের জন্য নিষিদ্ধ হলেন ক্রিকেটার মনোজ গুরুং

Spread the love
কেরিয়ারের শুরুতেই বিপদ ৷ নকল শংসাপত্র জমা দেওয়ার অপরাধে দু’বছরের জন্য নিষিদ্ধ হলেন সিকিমের ক্রিকেটার মনোজ গুরুং ৷ বোর্ডের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে সিকিম ক্রিকেট অ্যাসোসিয়েশনও ৷
বয়স ভাঁড়িয়ে খেলার অভিযোগ এদেশে বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় পাওয়া যায় ৷ ২০১৪ সালে কোচবিহার ট্রফিতে খেলার সময় জন্মের যে শংসাপত্র মনোজ জমা দিয়েছিলেন, তা অনুযায়ী মনোজের বয়স ২১ ৷ সেখানে ১৯৯৭ সালে তাঁর জন্ম হয়েছে বলে উল্লেখ ছিল ৷ কিন্তু সম্প্রতি যে নতুন বার্থ-সার্টিফিকেট মনোজ জমা দিয়েছেন, সেখানে তাঁর জন্ম লেখা রয়েছে ২০০০ সালে ৷ এসমস্ত ক্ষেত্রে বোর্ড যে অত্যন্ত কঠোর, তা ফের স্পষ্ট হল ৷ আপাতত এই মরশুম থেকেই বিসিসিআই পরিচালিত কোনও টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না মনোজ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*