পোপ ফ্রান্সিসের ভ্যাটিকানে সিগারেট বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি

Spread the love

সুস্থ জীবনযাপনের জন্য পোপ ফ্রান্সিস ভ্যাটিকানে সিগারেট বিক্রি নিষিদ্ধ করেছেন। বৃহস্পতিবার ভ্যাটিকান একটি বিবৃতিতে বলেন- “মহামান্য পোপ সিদ্ধান্ত নিয়েছে যে ভ্যাটিকা্নে ২০১৮ সাল থেকে সকল কর্মচারীদের সিগারেট বিক্রি বন্ধ করতে হবে,” বলেছেন, “কারণটি খুব সহজ: এটি এমন এক কার্যকলাপ যা স্পষ্টভাবে মানুষের স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করে”, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী ধূমপান প্রতিবছর সাত লাখেরও বেশি মানুষকে ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে। উনি আরো বলেন, “যদিও কম দামে ভ্যাটিক্যানের কর্মচারী ও পেনশনভোগীদের বিক্রি করা হতো সিগারেট কিন্তু জীবনের দাম কোনো অংশের থেকে কম নয়, তাই এটা বৈধ নয়”। পরিসংখ্যান থেকে জানা গেছে, ভ্যাটিকানে সিগারেট বিক্রী করে বছরে এক কোটির উপর মুনাফা হতো।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*