কলকাতার বেশ কিছু ব্রিজের উপর দিয়ে ভারী যানবাহন চলা নিষিদ্ধ। কয়েকটি জায়গায় তৈরি করা হয়েছে হাইট বার। কিন্তু এতকিছুর পরেও যে গাড়ি চালকদের তাতে একটুও হুঁশ ফেরেনি তা পরিষ্কার। দিব্যি সরকারের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে গাড়ির যাতায়াত।
মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর রাজ্য সরকারের তৈরি করা তদন্ত কমিটি কলকাতার সব ব্রিজ পর্যবেক্ষণ করে যে রিপোর্ট জমা দিয়েছিল, তাতে দেখা গেছিল শহরের ২০ টি ব্রিজের হাল খারাপ। তারমধ্যে বেশ কিছু ব্রিজে ইতিমধ্যেই মেরামতির কাজ শুরু হয়েছে। কয়েকটি ব্রিজে আবার মেরামতির কাজ শেষ করে তাকে ক্লিন চিটও দিয়েছে কলকাতা পুরসভা।
তারমধ্যেই বেশ কিছু ব্রিজে ভারী গাড়ির যাতায়াত বন্ধ রেখেছে পুরসভা। পি.ডাবলু.ডি’র তরফে ওই সব ব্রিজে হাইট বার বসিয়ে ১০ ফুটের বেশি উঁচু গাড়ির যাতায়াত বন্ধ করা হয়েছে। তেমনই এক রাস্তা হলো মাঝেরহাট ব্রিজের নীচে গার্ডেনরিচ যাওয়ার রাস্তা। এই রাস্তাতেও লাগানো রয়েছে হাইট বার। কিন্তু এই নির্দেশ অমান্য করে চলছে অবাধে গাড়ির যাতায়াত।
এই ভাবে নির্দেশ অমান্য করে বৃহস্পতিবার সকালে এই রাস্তায় ঢুকে পড়ে একটি সিমেন্ট মিক্সিং করার গাড়ি। ঢুকতে গিয়ে হাইট বারে আটকে যায় গাড়িটি। তারপরেও গাড়ির চালক গাড়িটিকে বের করার অনেক চেষ্টা করেন। কিন্তু সামনে দিয়ে কোনও ভাবেই বের করতে না পেরে শেষ পর্যন্ত যে পথে এসেছিল সে পথেই ফিরে যায় গাড়িটি।
কিন্তু জোর করে গাড়ি ঢোকাতে গিয়ে হাইট বার ও ব্রিজের নীচের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রিজের নীচের অংশে বেশ কিছু জায়গায় ঘষে গিয়েছে। এই ঘটনায় গাড়ি চালকদের দায়িত্বজ্ঞানতার দিকেই আঙুল তুলেছে পি.ডাবলু.ডি থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। ওই এলাকায় আরও করা ট্রাফিক পাহারার দাবি তুলেছেন তারা।
Be the first to comment