টাকার দাম কমে যাওয়া ও বাণিজ্য ঘাটতি বৃদ্ধি। এই দুটি বিষয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার বৈঠকে বসেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা। বৈঠকে যাওয়ার আগে পরিবহণ মন্ত্রী নীতিন গডকরী মন্তব্য করেন, বিপুল পরিমাণে তেল আমদানি করতে হচ্ছে বলেই দেশ আর্থিক সঙ্কটে পড়েছে।
যে দেশগুলি সবচেয়ে বেশি পরিমাণে তেল আমদানি করে তাদের মধ্যে ভারতের স্থান তৃতীয়। এদেশে প্রয়োজনীয় তেলের ৮০ শতাংশ আমদানি করতে হয়। এখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল পিছু ৮৫ ডলার। তেলের দামের সঙ্গে পাল্লা দিয়ে কমেছে টাকার দাম। তার প্রভাব পড়েছে শেয়ার বাজারেও।
Be the first to comment