বহুকালের পুরানো কুয়োর পাড়ে একটি ধর্মীয় উৎসব উপলক্ষে জড়ো হয়েছিলেন মহিলারা। আচমকা কুয়োর পাঁচিল ভেঙে তাঁরা পড়লেন জলে। রাধা গুপ্তা নামে এক ৭০ বছরের মহিলার জন্য বেঁচে গিয়েছেন পাঁচজন। যদিও ওই দুর্ঘটনায় এক শিশুকন্যা সহ তিনজনের মৃত্যু হয়েছে।
উত্তর ভারতে যাদব ও গুপ্তদের মধ্যে জেউতিয়া পূজা নামে একরকমের ধর্মীয় উৎসব চালু আছে। সেই উৎসবে স্থানীয় পুকুর, নদী অথবা কুয়োর ধরে ৩৬ ঘন্টা উপবাস করেন মহিলারা। সন্তানদের মঙ্গল কামনায় ওই ব্রত পালন করা হয়।
মঙ্গলবার মুম্বইয়ের ভিলে পার্লে এলাকায় দীক্ষিত রোডে এক বহু পুরানো বাংলোয় কুয়োর ধারে মহিলারা ওই ব্রত পালন করছিলেন। কুয়োর মুখ গ্রিল দিয়ে ঢাকা ছিল। প্রসাদ দেওয়ার সময় অনেক মহিলা গ্রিলের ওপরে উঠেছিলেন। রাধা গুপ্তও গ্রিলের ওপরে দাঁড়িয়ে প্রসাদ বিতরণ করছিলেন। এমন সময় পুরানো গ্রিল ভেঙে তাঁরা জলে পড়ে যান।
রাধা গুপ্ত শৈশবে উত্তরপ্রদেশের এক গ্রামে থাকতেন। সেখানে সাঁতার শিখেছিলেন। তিনি সাঁতরে কুয়োর ধারে এসে একটি পাথর ধরে ফেলেন। তাঁর পুত্রবধূ সহ পাঁচজন তাঁকে ধরে ছিলেন। তাঁরাও বেঁচে যান। পরে তাঁদের উদ্ধার করার জন্য ওপর থেকে একটি পাইপ ঝুলিয়ে দেওয়া হয়। পাইপ বেয়ে সবার আগে উঠে আসেন রাধা গুপ্তা।
Be the first to comment