আগামী ৪ নভেম্বর ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ হচ্ছেই; সাফ জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়

INDORE, INDIA - AUGUST 1: Former Cricketer Sourav Ganguly at a function of MPCA Annual Awards 2016 on August 1, 2016 in Indore, India. (Photo by Shankar Mourya/Hindustan Times via Getty Images)
Spread the love
আগামী ৪ নভেম্বর ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ হওয়া নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়েছে ৷ যদিও ম্যাচ হওয়ার ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ তিনি সাফ জানিয়েছেন ” আমরা টিকিট ছাপাতে পাঠিয়ে দিয়েছি। ম্যাচ হচ্ছেই।”
কমপ্লিমেন্টারি টিকিট নিয়ে বিসিসিআইয়ের নতুন নিয়মে সমস্যা বেড়েছে অনেক কেন্দ্রেই ৷ বিসিসিআইয়ের নতুন সংবিধান অনুযায়ী, এবার থেকে ৯০ শতাংশ টিকিট দর্শকদের উদ্দেশে বিক্রির জন্য ছাড়তে হবে। বাকি ১০ শতাংশ থাকবে কমপ্লিমেন্টারি টিকিট হিসাবে। এতদিন পর্যন্ত ইডেনের ৬৭ হাজার টিকিটের মধ্যে ৩০ হাজার টিকিট থাকত কমপ্লিমেন্টারি হিসাবে।  পুলিশ, কলকাতা পুরসভা ও দমকল বাহিনীর মতো একাধিক সরকারি দফতরের জন্য তোলা থাকত কমপ্লিমেন্টারি টিকিট। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন নিয়মে এবার টিকিট বিতরণেই সমস্যা দেখা দিয়েছে। এত কম কমপ্লিমেন্টারি টিকিট কীভাবে বিতরণ করা হবে তা নিয়েই চিন্তায় পড়েছেন সংগঠকরা ৷
সৌরভ আরও বলেন, ‘‘ বাস্তবে যে সমস্যাগুলোর মুখোমুখি হতে হয় সেগুলো শুধুমাত্র আয়োজকরাই জানেন। মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সমস্যা বুঝতে পারছি। এখানেও একই অবস্থা। ম্যাচ আয়োজনের ক্ষেত্রে পুলিশ বা দমকল বাহিনীর ভূমিকা রয়েছে। ফলে তাঁদেরকে টাকা দিয়ে টিকিট কাটতে বলা যায় না। কিন্তু ম্যাচ নিয়ে কোনওরকম আপোস নয়। সিএবি ৪ নভেম্বর ম্যাচ আয়োজনের জন্য তৈরি।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*