আড়াই টাকা ছাড়ে কী হবে? বৃহস্পতিবার কেন্দ্রের আড়াই টাকা ছাড়া নিয়ে পাল্টা প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মুখ্যমন্ত্রী যুক্তি, লাগাতার প্রতিদিন পেট্রোপণ্যের দাম বেড়েছে। সবমিলিয়ে দাম ১০-১৫টাকা বেড়েছে। সেক্ষেত্রে মাত্র আড়াই টাকা দাম কমিয়ে কী হবে?
প্রসঙ্গত, তিন রাজ্যের বিধানসভা ভোটের মুখে পেট্রোল ডিজেলে দামে আড়াই টাকা ছাড় দিল কেন্দ্র। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জানালেন অর্থমন্ত্রী অরুন জেটলি। সেইসঙ্গে রাজ্যগুলিকেও আরও আড়াই টাকা ছাড় দেওয়ার অনুরোধ করেন। ইতিমধ্যেই সেই ডাকে সাড়া দিয়েছে বিজেপি শাসিত মহারাষ্ট্র ও গুজরাত। ক্রমবর্ধমান পেট্রোপণ্যের দাম বৃদ্ধিতে নাভিশ্বাস উঠছিল সাধারণ মানুষের। ফলে দাম কমানোর চাপ বাড়ছিল কেন্দ্রের ওপর।
একদিকে টাকার দামের পতন, শেয়ার বাজারে ধস এবং লাগাতার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে অসন্তোষ বাড়ছিল মানুষের মনে। তিন রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন। সেজন্যই দামের ক্ষতে প্রলেপ লাগাতে আড়াই টাকা ছাড়ের কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী, এমনটাই দাবী বিরোধীদের। এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বিশ্ববাজারে তেলের বাজার সবসময়ই অনিশ্চিত। তবুও পেট্রোল ডিজেলের দামের ওপর দেড় টাকা অন্ত:শুল্কে ছাড়া দেবে কেন্দ্র। সেই সঙ্গে তেল কোম্পানিওগুলিও লিটার প্রতি ১টাকা লাভ কম করবে। এই নিয়ে হল ২.৫ টাকা। সেই সঙ্গে রাজ্যের কোর্টেও বল ঠেলে দেন অর্থমন্ত্রী। রাজ্যে সরকারকেও আড়াই টাকা ছাড়ার আবেদন জানান। সেই আবেদন মেনে নিয়ে আরও আড়াও টাকা অতিরিক্ত ছাড়ের কথা ঘোষণা করেছে মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশ সরকার।
Be the first to comment