বিহারের মুজফফরপুরের সিকান্দরপুর এলাকায় শ্মশান থেকে মিলল মানুষের কঙ্কাল। এই কঙ্কাল উদ্ধার করেছে সিবিআই। এখানকার হোমেই নাবলিকাদের ধর্ষণের অভিযোগে তোলপাড় হয়েছিল দেশ। প্রধান অভিযুক্ত ব্রজেশ ঠাকুরের ড্রাইভারকে জেরা করে এই কঙ্কালের হদিশ পান তদন্তকারীরা। ওই হোমে ৪০ জনেরও বেশি বালিকাকে যৌন নির্যাতন করা হয়েছিল। একটি বালিকাকে খুন করে মাটি চাপা দেওয়ারও অভিযোগ এসেছে। বুধবার বিকেলে ফরেন্সকি টিমকে নিয়ে সিবিআইয়ের দল শ্মশানে পৌঁছয়। কঙ্কালটি তুলে নিয়ে যায় তারা। ব্রজেশের স্বেচ্ছাসেবী সংস্থা সেবা সঙ্কল্প এবং বিকাশ সমিতির ওই হোমে একাধিক বালিকাকে ধর্ষমের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছিল আবাসিকরা।
ব্রজেশ ছাড়াও সমাজকল্যাণ দফতরের সহকারি ডিরেক্টর রোসি রানি, হোমের কর্মী গুড্ডু, বিজয় আর সন্তোষকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার জেরে বিহারের সমাজকল্যাণমন্ত্রী মঞ্জু বর্মাকে পদত্যাগও করতে হয়েছে।
Be the first to comment