বিজেপি কর্মী আক্রান্ত ও খুনের অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য সরকার

Spread the love

রাজ্যে বিজেপি কর্মী আক্রান্ত ও খুনের অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের করা মামলায় তাদের রিপোর্ট জমা দিল রাজ্য সরকার। পুলিস সঠিক পথেই কাজ চালাচ্ছে বলে দাবি করেছেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। পাল্টা উত্তর দিতে আদালতে ৪ সপ্তাহ সময় চেয়েছেন বিজেপির আইনজীবী। পুরুলিয়া থেকে ইসলামপুরে খুন, সন্ত্রাসের অভিযোগ নিয়ে রাজ্যপাল এমনকি, রাষ্ট্রপতির দরবারেও গিয়েছে বিজেপি নেতৃত্ব।

বিশেষ করে পঞ্চায়েত ও তার পরবর্তী সময়ে রাজ্যে হিংসার বাতাবরণ তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন গৌরব ভাটিয়া। সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণকুমার সিক্রি ও অশোক ভূষণের ডিভিশন বেঞ্চে এই মামলা দায়ের করা হয়। রাজ্যের পক্ষে বলা হয়েছে, ৩টি খুনের ঘটনায় পুলিস তাদের কাজ চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই খুনে জড়িত সন্দেহে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ফলে বিজেপির পুলিসের গাফিলতির অভিযোগ ভিত্তিহীন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*