রাফালে চুক্তিতে অনিল আম্বানির সংস্থার অন্তর্ভুক্তি নিয়ে বিতর্কে চলছেই। এবার অনিল আম্বানির সংস্থা আরকমের বিরুদ্ধে আদালতে গেল সুইডিশ টেলিকম সংস্থা এরিকসন। সংস্থাটির প্রাপ্য বকেয়া না মেটানোর অভিযোগ আনা হয়েছে আরকমের বিরুদ্ধে। সেজন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এরিকসন। অনিল আম্বানি ও সংস্থার দুই সিনিয়র আধিকারিকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার আবেদন জানানো হয়েছে। সেই সঙ্গে চুক্তি ভঙ্গের অভিযোগও আনা হয়েছে। সূত্রের খবর, একটি ব্যবসায়িক চুক্তি অনুসারে এরিকসন আরকমের কাছে প্রায় ১৬০০ কোটি টাকা পাওনা হয়। যদিও সেই দাবি অস্বীকার করা হয় আরকমের পক্ষ থেকে। বিষয়টি তখনও আদালতে গড়ায়। পরে আদালতের মধ্যস্থতায় টাকার পরিমাণ ৫৫০ কোটিতে এসে দাঁড়ায়।
এরিকসনের পক্ষ থেকে জানানো হয়, ৩০ সেপ্টেম্বরের মধ্য ওই বকেয়া টাকা শোধ করার কথা ছিল। কিন্তু সেটাও ভঙ্গ করেছে আরকম। যা আদালত অবমাননার সামিল। সেজন্য সংস্থার কর্ণধারদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার আবেদন জানিয়েছে সংস্থাটি। এদিকে আরও জানা গেছে, অনিল আম্বানির সংস্থাটি ঘাড়ে বিপুল দেনা বোঝা। প্রায় ৪৫০০০ কোটি টাকা দেনা রয়েছে। দাদা মুকেশ আম্বানির কাছে স্পেকট্রাম, টাওয়ার, অপটিকাল ফাইবার কেবল সত্ত্ব বিক্রি করে দেনা মেটানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু সেক্ষেত্রেও আরকমকে স্পেকট্রাম বাবদ ২৯০০ কোটি টাকা ব্যাঙ্ক গ্যারান্টির নির্দেশ দিয়েছে টেলিমন্ত্রক। ফলে সেই প্রক্রিয়াও বিশ বাঁও জলে। যদিও অনিল আম্বানির দাবি, এরিকসনের পাওনা মেটানোর জন্য নিয়ম মেনেই আরও ৬০ দিন অতিরিক্ত সময় চাওয়া হয়েছে। সেই সঙ্গে ব্যাঙ্ক গ্যারান্টি নিয়েও টেলিকম মন্ত্রকের নির্দেশকে চ্যালেঞ্জ জানানো হবে।
Be the first to comment