পাহাড়প্রমাণ শোক বুকে নিয়ে অমিতাভ বচ্চনের মুখোমুখি বসে একটার পর একটা জবাব দিয়ে যাচ্ছিলেন বিনীতা জৈন।
কেবিসি-১০ এর মঞ্চে সেই মহিলা প্রতিযোগীর মুখোমুখি হয়ে অভিভূত হন খোদ বিগ বি। অবশেষে সেই মুহূর্তে, যখন গলা ফাটিয়ে অমিতাভ ঘোষণা করলেন, “অর আপ জিত গয়ি ১ করোর” – কান্না হাসিতে বিনীতা তখন বেসামাল। কেবিসি-১০ পেয়ে গেল প্রথম কোটিপতি বিনীতা জৈনকে। সব শোক শক্তিতে পরিণত, বিনীতা জৈন আসলে লড়াইয়ের নাম। মেনে নিলেন শো-এ থাকা প্রত্যেকে, করতালিতে ভরে উঠল কেবিসির মঞ্চ।
১৫ বছর আগে ২০০৩ সালে বিনীতার স্বামীকে অপহরণ করে জঙ্গিরা। ব্যবসার কাজে বিদেশ গেছিলেন বিনীতার স্বামী। তিনি ফেরার ঠিক পরেই জঙ্গিরা অপহরণ করে তাঁকে। স্বামীর খোঁজ পেতে রাজ্য থেকে কেন্দ্রের বিভিন্ন দফতরে ছোটাছুটি করেন বিনীতা। বহু বছর কাটলেও স্বামীর খোঁজ আর পাননি বিনীতা। তিনি বুঝে যান, খোঁজ করার মতো পরিস্থিতি তাঁর নেই, এ বার সংসারের না হাল ধরলে পরিবার অভুক্ত থাকবে। সমস্ত শোক একদিকে রেখে শিক্ষিত, বিচক্ষণ বিনীতা তাঁর নিজের শহর গুয়াহাটিতে টিউশন শুরু করেন, স্কুলে পড়াতে শুরু করেন। ইংলিশ আর সোশ্যাল স্টাডিজ়-এর শিক্ষিকা তিনি।
সংসার চালানোর সেই কঠিন সংগ্রাম জারি এখনও, অসমের একটি স্কুলের শিক্ষিকা বিনীতা। তা ছাড়া, রোজগারের জন্য রাত দিন টিউশন করেন, কৌন বনেগা ক্রোড়পতি সেই যুদ্ধেরই একটা দিক। আর ভাগ্যকে পরখ করতেই বিনীতার খেলতে আসা। ভাগ্য এ বার তাঁর সহায় হয়েছে। বিনীতা ১ কোটি জিতে আপাতত পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে সফল।
বিনীতার দুই ছেলে তাঁর জীবনীশক্তি। ছেলেদের পড়াশোনায় কোনও খামতি রাখেননি বিনীতা। তাঁর জীবন সংগ্রামকে স্যালুট জানিয়েছেন কেবিসি সঞ্চালক অমিতাভ বচ্চন। ২ অক্টোবর কেবিসি-১০ এর মঞ্চে কোটি টাকা জিতেছেন বিনীতা।
Be the first to comment