২০১৭ সালের সেরা ১০ টেস্ট ব্যাটসম্যানের তালিকায় বিরাট নেই…

Spread the love

ভারত ও শ্রীলঙ্কার মধ্যে তিন টেস্ট ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ শুরু হচ্ছে ১৬ই নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনসে, যা এই সালের ৩৮তম টেস্ট ম্যাচ এবং টিম ইন্ডিয়ার ৯ নম্বর টেস্ট ম্যাচ।
২০১৭ সালের সেরা ১০ টেস্ট ব্যাটসম্যানের তালিকায় আছে শ্রীলঙ্কার কুশল মেন্ডিস। তালিকার ১০ নম্বরে আছেন তিনি। অবাক করার ব্যাপার এই তালিকায় ভারতের অধিনায়ক বিরাট কোহলি নেই কিন্তু অন্য এক ভারতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা আছেন। তবে বর্তমান শ্রীলঙ্কা টেস্ট দল থেকে কুশল মেন্ডিস বাদ পড়েছেন।
সেরা দশের তালিকাঃ-

১০. কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা) – ১০ ম্যাচে ৬৬৯ রান। গড়ঃ ৩৩.৪৫। সর্বোচ্চঃ ১৯৪

৯. সাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ)- ৮ ম্যাচে ৬৯৮ রান। গড়ঃ ৫৩.৬৯। সর্বোচ্চঃ ১৪৭

৮. স্টীভ স্মিথ (অস্ট্রেলিয়া) – ৭ ম্যাচে ৭০১ রান। গড়ঃ ৫৩.৯২। সর্বোচ্চঃ ১৭৮*

৭. কাফ ডুপ্লেসিস (সাউথ আফ্রিকা)- ১০ ম্যাচে ৭০৬ রান। গড়ঃ ৫৪.৩০। সর্বোচ্চঃ ১৩৫*

৬. জো রুট (ইংল্যান্ড) – ৭ ম্যাচে ৭২৯ রান। গড়ঃ ৬০.৭৫। সর্বোচ্চঃ ১৯০

৫. মুশিফকুর রহমান (বাংলাদেশ) – ৮ ম্যাচে ৭৬৬ রান। গড়ঃ ৫৪.৭১। সর্বোচ্চঃ ১৫৯

৪. চেতেশ্বর পুজারা (ভারত) – ৮ ম্যাচে ৮৫১ রান। গড়ঃ ৭০.৯১। সর্বোচ্চঃ ২০২

৩. দিমুখ করূণারত্নে (শ্রীলঙ্কা) – ১০ ম্যাচে ৯৪০ রান। গড়ঃ ৪৭। সর্বোচ্চঃ ১৯৬

২. হাসিম আমলা (সাউথ আফ্রিকা)- ১১ ম্যাচে ৯৪২ রান। গড়ঃ ৪৯.৫৭। সর্বোচ্চঃ ১৩৭

১. ডিন এলগার (সাউথ আফ্রিকা)- ১১ ম্যাচে ১০৯৭ রান। গড়ঃ ৫৪.৮৫। সর্বোচ্চঃ ১৯৯

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*