গুজরাট, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশের পর এবার ত্রিপুরাতেও কমলো পেট্রোল ডিজেলের দাম

Spread the love

গুজরাট, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশের পর এবার ত্রিপুরাতেও কমলো পেট্রোল ডিজেলের দাম ৷ পেট্রোল ডিজেলের দামের উপর আরও ২.৫ টাকা অন্ত:শুল্ক কমাল ত্রিপুরা সরকার অর্থাৎ জ্বালানিতে প্রতি লিটারে ৫ টাকা কমাল ত্রিপুরা সরকার ৷ প্রসঙ্গত, বৃহস্পতিবারই তিন রাজ্যের নির্বাচনের আগে বড়সড় ঘোষণা করলো কেন্দ্র ৷ পেট্রোল-ডিজেলের বর্ধিত দাম থেকে দেশবাসীকে স্বস্তি দিতে আড়াই টাকা করে করছাড় ঘোষণা করেছে অরুণ জেটলি ৷

গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি ঘোষণা করেন, গুজরাটে জ্বালানির দাম ২.৫০ পয়সা প্রতি লিটারে কমানো হলো ৷ ফলে ওই রাজ্যে একলাফে ৫ টাকা কমে গেল পেট্রোল-ডিজেলের দাম ৷ পেট্রোলের দামে আড়াই টাকা কমানোর কথা ঘোষণা করল মহারাষ্ট্র সরকারও ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির ঘোষণার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টুইটারে ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শাহনাওয়াজ হুসেন ৷

এছাড়াও, জ্বালানির মূল্যের উপর ২.৫০ টাকা শুল্ক হ্রাসের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। কেন্দ্রের এই সিদ্ধান্তকে জনহিতকারী আখ্যা দিয়েছেন তিনি । ভারতীয় জনতা পার্টি ও দেশবাসীর তরফ থেকে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন তিনি। পাশাপাশি যে সমস্ত বিজেপি শাসিত রাজ্যগুলি কেন্দ্রের আর্জি মেনে ৫ টাকা করে জ্বালানির মূল্য হ্রাস করেছে সেই রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেছেন এই পদক্ষেপের মধ্য দিয়ে তাঁরা সংবেদনশীলতার পরিচয় দিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*