মুম্বইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার ফ্যাশন ডিজাইনারের মৃতদেহ

Spread the love
মুম্বইয়ের লোখান্ডওয়ালায় উদ্ধার হল এক মহিলার মৃতদেহ। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে মহিলার ফ্ল্যাট থেকেই উদ্ধার হয়েছে তাঁর দেহ। নিজের ছেলের সঙ্গে লোখান্ডওয়ালার ওই ফ্ল্যাটে থাকতেন বছর পঁয়তাল্লিশের সুনীতা সিং। তিনি পেশায় ছিলেন ফ্যাশন ডিজাইনার। জিজ্ঞাসাবাদের জন্য ওশিওয়াড়া থানায় ডেকে পাঠানো হয়েছে মৃতার ছেলেকে।
ওশিওয়াড়া থানার সিনিয়র পুলিশ ইনসপেক্টর শৈলেশ পাসালওয়ার জানিয়েছেন, দেহ ময়নাতদন্তদের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় অ্যাক্সিডেন্টাল ডেথ রিপোর্ট (এডিআর) রুজু করেছে পুলিশ। এ ছাড়া ওই মহিলার ছেলের পাশাপাশি ছেলের বাগদত্তাকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
প্রাথমিক বয়ানে সুনীতার ছেলে লক্ষ্য পুলিশকে জানিয়েছে, বৃহস্পতিবার সকালে বাথরুমে গিয়েছিলেন তাঁর মা। বেশ খানিকক্ষণ পরেও তিনি না বেরনোয় ডাকাডাকি শুরু করেন লক্ষ্য। সাড়া না পেয়ে ভাঙা হয় বাথরুমের দরজা। আর তখনই লক্ষ্য দেখে মেঝেতে মৃত অবস্থায় পড়ে রয়েছেন সুনীতা। লক্ষ্য আরও জানিয়েছেন, বাথরুমের বেসিনটি ভাঙা অবস্থায় পড়েছিল।
মাকে ওই অবস্থায় দেখে সাময়িক ভাবে ভাবে হতবুদ্ধি হয়ে যান ছেলে। লক্ষ্য জানিয়েছেন, প্রথমে তিনি দৌড়ে যান বাড়ির কাছের মন্দিরে। তারপরে যান এক চেনা গয়নার দোকানে। এরপর প্রতিবেশীরাই বেলা দেড়টা নাগাদ খবর দেন পুলিশে। পুলিশ জানিয়েছেন বৃহস্পতিবার বেলা দু’টো নাগাদ ঘটনাস্থলে যায় তাদের দল। পৌঁছয় ফরেনসিক টিমও।
স্থানীয় কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয় সুনীতাকে। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকেরা জানিয়েছেন, মাথার পিছন দিকে চোট পেয়েছেন সুনীতা। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, বাথরুমে পিছলে পড়ে গিয়েছিলেন সুনীতা। আর তাঁর ফলেই মাথায় চোট পেয়েছেন তিনি। আর সম্ভবত সেই কারণেই মৃত্যু হয়েছে তাঁর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*