মোদী সরকারের বিরুদ্ধে আবারও নিন্দায় সরব হলেন রাহুল গান্ধী

Spread the love
শুক্রবার একটি ইংরেজি দৈনিকের লিডারশিপ সামিটে গিয়ে মোদী সরকারের বিরুদ্ধে মুখর হলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সরকারের কাজকর্মের সমালোচনায় চোখা চোখা শব্দ প্রয়োগ করলেন। যখন প্রশ্ন উঠল আগামী লোকসভা নির্বাচনে বিরোধী জোট জিতলে কে প্রধানমন্ত্রী হবেন, তখন বললেন, সবাই যদি চান, আমি প্রধানমন্ত্রী হব।
রাহুলের কথায়, বর্তমান সরকার একটি সংকীর্ণ মতাদর্শ চাপিয়ে দিচ্ছে ১৩০ কোটি ভারতীয়ের ওপরে। সরকার জনগণের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে।  কংগ্রেসের মতাদর্শ ব্যাখ্যা করে তিনি বলেন, আমরা মনে করি দেশের সব মানুষকে নিয়েই চলতে হবে। কংগ্রেস ‘আমরা ওরা’ বিভাজনে বিশ্বাসী নয়।
তাঁকে প্রশ্ন করা হয়, যদি আগামী লোকসভা ভোটে কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করা যায়, কে প্রধানমন্ত্রী হবেন? তিনি বলেন, বিরোধীরা আগে মোদী সরকারকে হটাতে চান। কে প্রধানমন্ত্রী হবেন, পরে ঠিক হবে।
অপর একটি প্রশ্নের জবাবে বলেন, যদি বিরোধীরা চান, আমিই প্রধানমন্ত্রী হব।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*