পরপর তিন দিন লাগাতার শেয়ার বাজারে পতন ৷ শেয়ার সূচক ও নিফটিতে এসেছে ভারী পতন ৷ শুক্রবার সকাল ৯:৪৫ এ মার্কেট খুলতেই পতন হয়েছে ২১০ পয়েন্ট ৷ এরফলে সূচক নেমে এসেছে ৩৫ হাজারেরও নীচে ৷ ৩৪,৯৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে শেয়ার বাজার ৷ এনএসই এর ৫০ টি সেয়ার সমৃদ্ধ ইনডেক্স নিফটির ১০০ পয়েন্ট পড়ে হয়েছে ১০,৪৮০ পয়েন্ট ৷ মিডক্যাপ ও স্মলক্যাপ শেয়ার বাজারে এসেছে এক ভারী পতন ৷ মিডক্যাপ পড়েছে ০.৮ শতাংশ পড়েছে পয়েন্টের বিচারে যা ১০০ পয়েন্ট ৷ বিএসই স্মল ক্যপের ক্ষেত্রে ০.৬ শতাংশ পতন হয়েছে ৷
Be the first to comment