ঘোষিত হল নোবেল শান্তি পুরস্কার, যুগ্মভাবে পুরস্কার পেলেন ডেনিস মুকওয়েজে ও নাদিয়া মুরাদ

Spread the love

ঘোষিত হল নোবেল শান্তি পুরস্কার। যুগ্মভাবে পুরস্কার পেলেন ডেনিস মুকওয়েজে ও নাদিয়া মুরাদ । পেশায় চিকিৎসক মুকওয়েজে কঙ্গো প্রজাতন্ত্রের বাসিন্দা । জীবনের বেশিরভাগ সময়ই যৌন নির্যাতনের শিকার হয়েছেন যারা তাঁদের চিকিৎসা করে সুস্থ করে তুলেছেন । যুদ্ধ নিপীড়িত কঙ্গোর বিভিন্ন প্রান্তে তিনি ও তাঁর চিকিৎসক দলকে নিয়ে নিরন্তরভাবে কাজ চালিয়ে গিয়েছেন মুকওয়েজে ।

অন্যদিকে নাদিয়া হলেন ৩,০০০ ইয়াজিদী তরুণীদের একজন যাদের অপহরণ করে দিনের পর দিন নির্মম ভাবে যৌন নিপীড়ন চালিয়েছে ইসলামিক স্টেটের জঙ্গিরা । ইসলামিক স্টেট ধারাবাহিক ভাবেই ধর্ষণ ও যৌন নির্যাতনকে হাতিয়ার করে থাকে ভীতি সঞ্চারের জন্য । ইয়াজিদী সহ অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে ক্রমাগত যৌন অত্যাচার চালিয়েছে ইসলামিক স্টেট বাহিনী ।

উল্লেখ্য, যুদ্ধ পীড়িত এলাকায় মহিলাদের উপর শারীরিক অত্যাচার বন্ধে তাঁর অনবদ্য অবদানের জন্য এবছর নোবেল শান্তি পুরস্কার পেলেন মুকওয়েজে। অন্যদিকে মালাল ইউসুফজাই-এর পর নাদিয়া হলেন দ্বিতীয় কনিষ্ঠতম নোবেল বিজেতা ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*