এআইবি’র প্রাক্তন সদস্য উৎসব চক্রবর্তীর বিরুদ্ধে উঠল যৌন হেনস্থার অভিযোগ

Spread the love
টেলিভিশন দুনিয়ার অন্যতম জনপ্রিয় নন ফিকশন শো ‘এআইবি’। তাদের শোয়ের বিভিন্ন কনটেন্টের জন্য বেশ কয়েকবার শিরোনামে এসেছেন অনুষ্ঠানের হোস্টরা। তবে এ বার খোদ এআইবি’র সদস্যের বিরুদ্ধেই উঠল যৌন হেনস্থার অভিযোগ।
এআইবি’র প্রাক্তন সদস্য উৎসব চক্রবর্তীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন বেশ কয়েকজন মহিলা। তাঁদের অভিযোগ সোশ্যাল মিডিয়ায় চ্যাটের অছিলায় নিজের যৌনাঙ্গের ছবি তুলে পাঠাতেন উৎসব। বাধ্য করতেন তাঁদেরও। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই তোলপাড় হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। নেটিজেনদের আক্রমণের ঝড় আছড়ে পড়েছে উৎসবের উপর। বাদ যায়নি জনপ্রিয় শো এআইবি-ও। টুইটার ছেয়ে গিয়েছে #unsbscribedAIB-স্লোগানে।
পিঠ বাঁচাতে তড়িঘড়ি ময়দানে নেমেছে এআইবি কর্তৃপক্ষ। তারা সাফ জানিয়ে দিয়েছেন, উৎসবের আচরণ কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়। ইউটিউব থেকে উৎসবের সব ভিডিও সরিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছে এআইবি কর্তৃপক্ষ। তারা এও জানিয়েছে, উৎসব তাদের প্রাক্তন সদস্য ছিল।বর্তমানে তা সঙ্গে এআইবি’র কোনও যোগ নেই।
অন্যদিকে যার বিরুদ্ধে উঠেছে এত অভিযোগ তিনিও পাল্টা টুইট করেছেন। উৎসব বলেন,যা হয়েছে তার জন্য তিনি ক্ষমাপ্রার্থী। তবে তিনি নিজেও শিকার হয়েছেন। আর সেইজন্যেই এ ধরণের আচরণ করেছেন।  সব কিছুর জন্য মেসেজিং অ্যাপ ‘স্ন্যাপচ্যাট’-কেই দোষী সাব্যস্ত করেছেন এআইবি’র এই প্রাক্তন কর্মী। তিনি বলেন, “আমার জীবনে অন্যতম ভুল সিদ্ধান্ত স্ন্যাপচ্যাট ব্যবহার করা।” উৎসব আর বলেছেন, “স্ন্যাপচ্যাটে অনেকেই আমায় ন্যুড ছবি পাঠাতেন। আমিও  ভেবেছিলাম এখানে হয়তো এমনটা হয়। তবে এই ভাবাটাই আমার জীবনে কাল হয়েছে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*