বেশ কয়েক বছর ধরে বন্ধ স্কলারশিপ। পুনরায় স্কলারশিপ চালু করার দাবিতে শুক্রবার থেকে আন্দোলনে নামলেন বিশ্বভারতীর বিশ্ববিদ্যালয়ের গবেষণারত পড়ুয়ারা। কিন্তু আন্দোলনের পদ্ধতি একটু আলাদা। মূলত কবিগুরুর গানকে হাতিয়ার করেই আন্দোলনে নেমেছেন তাঁরা।
কোনও মিছিল নয়, কোনও স্লোগান দিয়ে নয়, বিক্ষোভ আন্দোলনের এক নতুন রূপ ভাবে দেখা গেল বিশ্বভারতীতে। সবাই বসে রবীন্দ্রসংগীত গাইছেন। আন্দোলনকারীদের দাবি কয়েক বছর ধরে বন্ধ থাকা স্কলারশিপ পুনরায় চালু করতে হবে। এই ইস্যুতে আন্দোলনকারী এক ছাত্র জানান, দীর্ঘদিন ধরে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও কোনও সমাধান হয়নি। এই সমস্যার যতক্ষণ না সমাধান হবে ততক্ষণ এই বিক্ষোভ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
তাঁরা বিশ্বভারতীর পড়ুয়া বলেই কবিগুরুর গানের মাধ্যমে প্রতিবাদ জানানো চলছে বলে জানান ওই আন্দোলনকারী পড়ুয়া৷ বিশ্বভারতীর কর্মসচিব সৌগত চট্টোপাধ্যায় জানান, কর্তৃপক্ষ বিষয়টি দেখছে৷ ছাত্র ছাত্রীদের এই সমস্যা যাতে দ্রুত সমাধান করা যায়, তার ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি৷
এ দিকে, শুক্রবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় দফতরের সামনে অবস্থান বিক্ষোভ বসেন গবেষণারত পড়ুয়ারা। তাদের মূল দাবি স্কলারশিপ পুনরায় চালু করতে হবে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিভাগের স্কলার ছাত্র-ছাত্রীরা এই বিক্ষোভে অংশগ্রহণ করেন।
প্রায় ৪০০ জন ছাত্রছাত্রী গত দু’বছর ধরে স্কলারশিপের কোনও টাকা পায়নি বলে দাবি ছাত্র ছাত্রীদের। তাঁদের অভিযোগ তারা দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষকেও জানালেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি, তাই তাঁরা বাধ্য হয়ে বিক্ষোভের রাস্তায় হেঁটেছেন। তবে বিক্ষোভ দেখানোর পদ্ধতি আর বিক্ষোভের ভাষা অন্যান্য বিক্ষোভের মত নয় এখানে৷ এ দিন সকাল থেকেই প্ল্যাকার্ড হাতে ছাত্রী ছাত্রীদের গানে মুখর হয়ে উঠল কবিগুরুর বিশ্বভারতী৷
Be the first to comment