সাত সকালেই বিপত্তি। বিরাট আকারের হোর্ডিং ভেঙে মৃত্যু হলো ৬ জনের। আহত হয়েছেন ১১জন। শনিবার সকাল সাতটা নাগাদ এই ঘটনা ঘটে মহারাষ্ট্রের পুণেতে।
রেলের জায়গায় বিজ্ঞাপনের জন্য ওই হোর্ডিং-এর কাঠামো ছিল বলে জানা গেছে। প্রায় বিশ ফুট উঁচু ওই লোহার কাঠামো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। জুম্মার নমাজের জন্য প্রচুর মানুষ ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন বলে জানা গেছে।
হোর্ডিং-এর নীচে পড়ে যায় ৬টি অটো, দুটি মোটরসাইকেল এবং একটি প্রাইভেট গাড়ি। স্থানীয়দের দাবি, বেআইনিভাবে এই হোর্ডিং লাগানো হয়েছিল রেলের জায়গায়। পুণে মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে বিপর্যয় মোকাবিলা দল ভেঙে পড়া হোর্ডিং-এর নীচ থেকে মৃতদেহ উদ্ধার করে। আহতদের পাঠানো হয় স্থানীয় হাসপাতালে।
Be the first to comment