প্রতীকী ছবি,
সম্পর্কের টানাপড়েনে তরুণীর ছোড়া অ্যাসিডে মুখ পুড়ল এক যুবকের। গুরুতর জখম ওই যুবককে প্রথমে জলপাইগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হয় তাঁকে।
রাজেশ সরকার নামে বছর ৩০ এর ওই যুবক ধূপগুড়ির লিচুতলার বাসিন্দা। স্থানীয় একটি ছাপাখানায় ওই যুবক কাজ করত বলে জানা গিয়েছে। শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ যখন কাজ সেরে বাইরে এসেছে সে তখনই অভিযুক্ত তরুণী তাঁকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জমজমাট ধূপগুড়ি বাজার এলাকায় সন্ধের সময় হাতে নীল ব্যাগ নিয়ে অনেকক্ষণ ধরে ওই তরুণীকে ঘোরাফেরা করতে দেখেছিলেন তাঁরা। প্রায় আধঘণ্টা ধরে ছাপাখানার উল্টোদিকে তিনি দাঁড়িয়েছিলেন বলেও জানিয়েছেন কেউ কেউ। এরপর ওই যুবক বাইরে আসতেই কাপে করে তার মুখে অ্যাসিড ছুড়ে পালিয়ে যান। যুবকের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারাই তাঁকে হাসপাতালে নিয়ে যান।
ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ধূপগুড়ির কাজিপাড়ার বাসিন্দা ওই বধূর স্বামী কেরলে কাজ করতেন। তখনই রাজেশ সরকার নামে ওই যুবকের সঙ্গে তাঁর বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু স্বামী ফিরে আসার পর আর সম্পর্ক রাখতে চায়নি ওই বধূ। তাই নিয়েই টানাপড়েন চলছিল। তারই জেরে এই হামলা বলে পুলিশকে জানিয়েছে রাজেশ।
জলপাইগুড়ি পুলিশ সুপার অমিতাভ মাইতি জানিয়েছেন, ওই যুবকের মৌখিক অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছেন তাঁরা। কোথা থেকে অভিযুক্ত অ্যাসিড সংগ্রহ করলেন খতিয়ে দেখা হচ্ছে তাও।
Be the first to comment