মোটা মোটা চালের বস্তার আড়ালে পাচার হয়ে যাচ্ছে কোটি টাকার গাঁজা, চোখ কপালে উঠলো প্রশাসনের

Spread the love
বড় বড় চালের বস্তা বোঝাই লরি। রাতের বেলা শহরের সীমানা ছাড়িয়ে সেই লরিই পৌঁছে যায় রাজ্যের নানা জায়গায়। এমনই একটি লরিকে আটক করে চোখ কপালে উঠল শুল্ক দফতরের আধিকারিকদের। লরির ভিতর থরে থরে সাজানো প্রায় কয়েক কোটি টাকার গাঁজা।
মোটা মোটা চালের বস্তার ভিতর সযত্নে প্যাক করা গাঁজার ব্যাগ।  এমনই ২২২টি গাঁজা ভর্তি ব্যাগ উদ্ধার হল শনিবার রাতে বাইপাসের রাস্তায় একটি লরির ভিতর থেকে। বেঙ্গাল কেমিক্যালসের ক্রসিংয়ে ইএম বাইপাসের ধারে লরিটিকে রাত দশটা নাগাদ আটক করেন আধিকারিকরা। তল্লাশিতে উদ্ধার হয় প্রায় ২৪০৭ কিলোগ্রাম গাঁজা।
শুল্ক দফতরের এক আধিকারিকের কথায়, দীর্ঘদিন ঘরেই রাতের বেলা এই ভাবে গাঁজা পাচার হচ্ছে শহরে। কখনও চালের বস্তার ভিতর লুকিয়ে, আবার কখনও নানা রকম মাল ভর্তি পণ্যবাহী লরি করেই গাঁজা পৌঁছে যাচ্ছে রাজ্যের নানা জায়গায়। ঘটনায় লরির চালক-সহ আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, নজরুল মণ্ডল (৩১) ও বিজন হালদার (৪৪) এই দু’জনই পাচারের মূল পাণ্ডা। নজরুলের বাড়ি সোনারপুর এলাকায়। বিজন বিষ্ণুপুরের বাসিন্দা। অসমের নওগাঁ থেকে গাঁজা আমদানী করত তারা।
ধৃতদের আজ, শনিবার ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*