জম্মু ও কাশ্মীরের বানিহালে খাদে পড়ে গিয়েছে একটি যাত্রীবোঝাই বাস। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১৫ জনের। গুরুতর ভাবে জখম হয়েছেন ৩০ জনেরও বেশী মানুষ। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকারী দলের সদস্যরা। আহতদের চপারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, শনিবার সকালে খাদে পড়ে যায় ওই যাত্রীবোঝাই বাস। উদ্ধারকাজে নেমেছে উদ্ধারকারী দল। পুলিশ জানিয়েছে খাদটি যথেষ্টই গভীর ছিল। এবং বাসটিও এতটাই গভীরে পড়ে গিয়েছে যে উদ্ধারকাজ চালাতে রীতিমতো হিমশম খাচ্ছেন বিপর্যয় মোকাবিলাকারী দল এবং উদ্ধারকারী দল।
পুলিশ জানিয়েছে, শ্রীনগরের কাছে জাতীয় সড়কের উপর একটি বাঁক নিতে গিয়ে ঘটেছে এই দুর্ঘটনা। পুলিশের অনুমান, সম্ভবত বাঁক নিতে গিয়ে স্লিপ করে যায় বাসের চাকা। এরপরেই নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই বাসটি সটান গিয়ে পড়ে ওই খাদে।
এই ঘটনায় মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে জম্মু ও কাশ্মীর সরকার। আহতদের পরিবারকেও ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছে কাশ্মীর সরকার।
Be the first to comment