শনিবার ৫ রাজ্যের বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন ৷ আজ এক সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার ওপি রাওয়াত ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেন ৷ ছত্তিশগড়ে ভোটগ্রহণ হবে দু’দফায়। দক্ষিণ ছত্তিশগড়ে ১২ নভেম্বর হবে প্রথম দফার ভোট, উত্তর ছত্তিশগড়ে দ্বিতীয় দফায় ২০ নভেম্বরে ভোট গ্রহণ হবে ৷
বাকি রাজ্যগুলি অর্থাৎ মধ্যপ্রদেশ, রাজস্থান, মিজোরাম ও তেলেঙ্গানায় এক দফায় ভোট গ্রহণ হবে ৷ মধ্যপ্রদেশ ও মিজোরামে ভোটগ্রহণ ২৮ নভেম্বর ৷ রাজস্থান ও তেলেঙ্গানায় ভোটগ্রহণ হবে ৭ ডিসেম্বর ৷ এই ৫ রাজ্যের ভোটগণনা ১১ ডিসেম্বর ৷
এছাড়াও কর্ণাটকের তিনটি বিধানসভায় (শিমোগা, বেলেরি, মান্দিয়া) ভোট নেওয়া হবে ৩ ডিসেম্বর ৷
উল্লেখ্য, মধ্যপ্রদেশে রয়েছে ২৩১ বিধানসভা আসন, তেলেঙ্গানায় রয়েছে ১১৯টি, ছত্তিশগড়ে ৯০ ও মিজোরামে ৪০টি বিধানসভা আসন রয়েছে ৷
Be the first to comment