আরও একবার বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি’র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ আসলে ইসলামপুরের দাড়িভিটে ছাত্র মৃত্যু ঘটনার প্রতিবাদে শনিবার ইসলামপুরে বিজেপি’র তরফে একটি জনসভার আয়োজন করা হয়েছিল ৷
ইসলামপুর দাড়ভিট কান্ডে ছাত্র মৃত্যুর ঘটনার প্রতিবাদে আজ ইসলামপুরে এক জনসভায় গিয়ে ঝাঁঝালো মন্তব্য করলেন দিলীপবাবু ৷ এদিন তিনি ইসলামপুরের জনসভা থেকে মন্তব্য করেন,‘‘যেদিন পিছন থেকে পুলিশ সরে যাবে সেদিন পিঠের চামড়া তুলে নুন মাখিয়ে দেব ৷’’জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে সরাসরি বদলা নেওয়ার হুমকি দেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।
তিনি শাসক দল তৃণমূল কংগ্রেস ও পুলিশকে উদ্দেশ্য করে আরও বলেন, ‘‘এখন যে কোনও ঘটনায় পুলিশ আর তৃণমূল কংগ্রেস বিজেপি আর এস এস করে স্বপ্ন দেখছেন , স্বপ্ন বাস্তব হয়ে এরপর বিজেপি ক্ষজমতায় যখন আসবে তখন হাজার চিৎকার করে ডাকলেও কেউ আসবে না, কেউ একবার জলও দেবে না ৷’’ দাড়িভিট কান্ড নিয়ে দিলীপবাবুর বক্তব্য, দাড়িভিট গ্রামে দিনের বেলা পুলিশ ঢুকতে পারে না, রাতের বেলা চোরের মতো ঢুকছে। সারা রাজ্যের প্রতিটি ব্লকে ব্লকে দাড়িভিট আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান বিজেপির রাজ্য সভাপতি।
Be the first to comment