প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফর নিয়ে একাধিকবার সরব হয়েছেন বিরোধীরা। শনিবার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সমালোচনা করে বিজেপির সভাপতি অমিত শাহ বললেন, তিনি মোদীর চেয়ে বেশি বিদেশ সফর করেছেন।
মধ্যপ্রদেশে ভোট হবে আগামী ২৮ নভেম্বর। শনিবার মধ্যপ্রদেশের রতলামে এক জনসভায় অমিত শাহ বলেন, বিদেশ যাওয়ার আগে মনমোহন সিংয়ের হাতে ইউপিএ-র চেয়ারপার্সন সোনিয়া গান্ধী একটা বক্তৃতা লেখা কাগজ ধরিয়ে দিতেন। মনমোহন সিং বিদেশ গিয়ে সেই কাগজটাই পড়তেন। একবার মালয়েশিয়ায় যে কাগজটা পড়ার কথা তাইল্যান্ডে পড়ে ফেলেছিলেন।
মোদীর প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী যখন বিদেশে যান, হাজার হাজার মানুষ তাঁকে অভিনন্দন জানান। তারা আসলে ১২৫ কোটি ভারতীয়কেই ওইভাবে অভিনন্দন জানান।
অনুপ্রবেশকারীদের সম্পর্কে তিনি বলেন, তারা উইপোকার মতো। কৃষকরা খাদ্য উৎপাদন করে। জওয়ানরা সীমান্ত পাহারা দেয়। কিন্তু অনুপ্রবেশকারীরা উইপোকার মতো দেশের নিরাপত্তা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলে ।
Be the first to comment