ভূমিকম্পে কেঁপে উঠল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের হাইতি, মৃত কমপক্ষে ১১

A resident sits at a destroyed area after a major earthquake hit the capital Port-au-Prince, January 14, 2010. Troops and planeloads of food and medicine streamed into Haiti on Thursday to aid a traumatized nation still rattled by aftershocks from the catastrophic earthquake that flattened homes and government buildings and buried countless people. REUTERS/Jorge Silva (HAITI - Tags: DISASTER ENVIRONMENT IMAGES OF THE DAY)
Spread the love
ভূমিকম্পে কেঁপে উঠল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের হাইতি। ভূ-কম্পে কেঁপে উঠেছে হাইতির উত্তর-পশ্চিম উপকূল। ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.৯। শনিবারের এই ভূমিকম্পে মৃত্যু হয়েছে কমপক্ষে ১১ জনের। আহত হয়েছেন আরও অনেকে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বিল্ডিং। ভূ-গর্ভের ১১.৭ কিলোমিটার গভীরে প্রথম অনুভূত হয় কম্পন।
ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে হাইতির পোর্ট-ডি-পাইক্স শহরের ১৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে ছিল এই ভূমিকম্পের উপকেন্দ্র। হাইতি সরকারের মুখপাত্র এডি জ্যাকসন আলেক্সিস জানিয়েছেন, এখনও পর্যন্ত ভূ-কম্পে মারা গিয়েছেন ১১ জন। উদ্ধারকার্যে নেমেছে বিপর্যয় মোকাবিলাকারী দল। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে উদ্ধারকারী দল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*