লাইন অফ কন্ট্রোল পেরিয়ে ভারতে ঢুকতে পারে প্রায় ২৫০ পাকিস্তানি জঙ্গি। এই খবরেই কার্যত ঘুম ছুটেছে ভারতীয় সেনাবাহিনীর। অতিরিক্ত নজরদারি চালানোর জন্য লাইন অফ কন্ট্রোলে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়িয়ে দিয়েছে ভারতীয় নিরাপত্তাবাহিনী। লেফটেন্যান্ট জেনারেল একে ভাট সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, “পাক জঙ্গিরা ভারতে ঢোকার চেষ্টা করছে এই খবর সেনাবাহিনীর কাছে পৌঁছেছে। সন্ত্রাস রুখতে যা ব্যবস্থা নেওয়ার তাই নেওয়া হবে নিয়ন্ত্রণ রেখায়।”
উপত্যকায় গুলি-বোমা রোজের ঘটনা হলেও গত ১৫ দিন ধরে তা অন্য মাত্রা নিয়েছে। বিএসএফ-এর হেড কনস্টেবল নরেন্দ্র সিং-কে গুলি করে হত্যা করার পর মাথা কেটে নিয়েছিল পাকিস্তানি রেঞ্জার্সরা। এরপরই উত্তাপ চরমে ওঠে। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। নিউ ইয়র্কে রাষ্ট্র সংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে দু’দেশের বিদেশমন্ত্রীর বৈঠকের কথা লিখেছিলেন ইমরান। রাজি হয়েও সেই বৈঠক বাতিল করে নয়া দিল্লি। ইসলামাবাদকে বুঝিয়ে দেওয়া হয় কোনওভাবেই সন্ত্রাস আর আলোচনা একসঙ্গে চলতে পারে না।
নরেন্দ্র সিং হত্যার বদলা নিতে ভারতীয় সেনা কিছু একটা করেছে বলেও ইঙ্গিত দেন গৃহমন্ত্রী রাজনাথ সিং। সেই সঙ্গে জানান, আগামী দিনে আরও বড় ঘটনা ঘটবে। এর মধ্যেই জঙ্গি অনুপ্রবেশের খবরে কার্যত তোলপাড় পড়ে গেছে।
সেনাবাহিনী সূত্রের খবর, পাক ভূখণ্ডে যে টেরর লঞ্চপ্যাড রয়েছে সেখানেই ঘাঁটি গেড়েছে প্রায় ২৫০ জঙ্গি। অক্টোবরের শেষ এবং নভেম্বরের শুরুর দিকে তুষারপাত শুরু হবে ওই অঞ্চলে। আশঙ্কা, তখনই ভারতে অনুপ্রবেশের চেষ্টা করতে পারে জঙ্গিরা। সেনাবাহিনীর এক শীর্ষ আধিকারিক সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, “উত্তর কাশ্মীরের জনগণ সেনাবাহিনীর সঙ্গে সহযোগিতা করলেও দক্ষিণ কাশ্মীরে সেই ছবি ভিন্ন।” লোকসভা ভোটের আগে জঙ্গি হামলা হতে পারে এওই আশঙ্কার কতা একাধিকবার শোনা গেছে সেনাবাহিনীর বিভিন্ন আধিকারিকের বক্তব্যে। জঙ্গি অনুপ্রবেশের এই খবরের পর দফায় দফায় চলছে বৈঠক। জঙ্গি অনুপ্রবেশ রুখতে লাইন অফ কন্ট্রোলে পাঁচটি স্তরের নিরাপত্তা বলয় করা হয়েছে বলেও জানা গেছে সেনা সূত্রে।
Be the first to comment