উত্তরপ্রদেশের যোগী সরকার ও কেন্দ্রের মোদী সরকারের বিরোধীতায় সরব হলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা কানহাইয়া কুমার। তিনি বলেন বুলেটের মুখোমুখি হতে তৈরি। কিন্তু দেশকে ভুল পথে নিয়ে যাওয়ার বিরোধিতা থেকে তিনি পিছু হঠবেন না।
লখনউয়ে লিটারেরি ফেস্টিভ্যালে যোগ দিতে এসে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি ও হিন্দু যুবা বাহিনীর বিক্ষোভের মুখে পড়েন কানহাইয়া। জানা গিয়েছে, অ্যাসিড আক্রান্তদের দ্বারা পরিচালিত শেরোয়েস ক্যাফেতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তাঁর লেখা বই ‘বিহার টু তিহাড়’ নিয়ে আলোচনার জন্যই অনুষ্ঠানে এসেছিলেন কানহাইয়া।উত্তরপ্রদেশের গোমতীনগরের এই ক্যাফেতে কানহাইয়া পৌঁছনো মাত্রই এবিভিপি ও হিন্দু যুবা বাহিনীর সদস্যরাও হাজির হন এবং ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে শুরু করেন। পাশাপাশি, ওঠে কানহাইয়া গো ব্যাক স্লোগানও। ঘটনা স্থলে পুলিশ থাকলেও নীরব দর্শকের ভুমিকা পালন করে তারা। পরে কোনওক্রমে বিক্ষোভকারীদের অনুষ্ঠান স্থলের বাইরে নিয়ে যায় পুলিশ তারপর শুরু হয় অনুষ্ঠান। মঞ্চে উঠে কানহাইয়া বলেন, আমি যদি অপরাধী হই, তাহলে আমাকে সাজা দিন। নাহলে বিক্ষোভকারীদের বাইরে বের করুন।
Be the first to comment