কৈলাস গেহলটের পারিবারিক দুই সংস্থার অফিসে বুধবার বড়সড় তল্লাশি চালালো আয়কর দফতর

Spread the love
দিল্লির মন্ত্রী কৈলাস গেহলটের পারিবারিক দুই সংস্থার অফিসে বুধবার বড়সড় তল্লাশি চালাল আয়কর দফতর । আয়করের মোট ৬০ জন অফিসার দিল্লি ও তার সংলগ্ন গুরগাওঁতে অন্তত ১৬ টি অফিসে হানা দেন ।
যে দুই সংস্থার অফিসে আয়কর হানা দিয়েছে, তাদের নাম ব্রিস্ক ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভ লপারস প্রাইভেট লিমিটেড এবং কর্পোরেট ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড । দুটি সংস্থারই মালিক গেহলটের আত্মীয়রা । ব্রিস্ক ইনফ্রাস্ট্রাকচার রিয়েল এস্টেটের ব্যবসায় যুক্ত । কর্পোরেট ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিসেস একটি নন ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠান ।
অভিযোগ, দুটি সংস্থাই মুনাফা কমিয়ে দেখিয়েছে । এইভাবে তারা বিপুল অঙ্কের আয়কর ফাঁকি দিয়েছে । দিল্লির অভিজাত বসন্ত কুঞ্জ, পশ্চিম বিহার, নজফগড়, লক্ষ্মীনগর এবং গুরগাওঁয়ের পালাম বিহার অঞ্চলে দুটি সংস্থার অফিসে এদিন তল্লাশি চালানো হয় ।
কৈলাস গেহলট নজফগড় বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন । তিনি দিল্লি সরকারের পরিবহণ, আইন ও রাজস্ব দফতরের মন্ত্রী ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*