গুজরাত দাঙ্গা নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর; পড়ুন!

New Delhi: Prime Minister Narendra Modi at the Opening Session of the Second Raisina Dialogue, in New Delhi on Tuesday. PTI Photo by Manvender Vashist(PTI1_17_2017_000229A)
Spread the love
২০০২ সালের গুজরাত দাঙ্গা নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। খুব শীঘ্র প্রকাশিত হতে চলেছে প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল জমিরউদ্দিন শাহের বই। যে সৈনিকরা গুজরাতের দাঙ্গা থামিয়েছিলেন, তাদের পরিচালনা করেছিলেন জমিরউদ্দিন। তাঁর বইয়ের নাম ‘দি সরকারি মুসলমান’। তাতে লিখেছেন, দাঙ্গার সময় ৩ হাজার সৈনিককে টানা ৩৪ ঘন্টা বিমান ঘাঁটিতে দাঁড় করিয়ে রাখা হয়েছিল।  তাদের যদি আগেই রাজ্যের নানা জায়গায় পাঠানো যেত, তা হলে অন্তত ৩০০ মানুষ প্রাণে বাঁচতেন।
এক সাক্ষাৎকারে জমিরউদ্দিন শাহ বলেছেন, আমরা বিমান ঘাঁটিতে বসে শুনছিলাম বাইরে গুলি চলছে। কিন্তু অসহায় হয়ে বসেছিলাম।
বইতে তিনি লিখেছেন, ১ মার্চ রাত দুটোর সময় আমি গুজরাতের মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছই। দেখলাম প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডেজ সেখানে উপস্থিত আছেন। তাঁরা ডিনার করছিলেন। আমাকেও তাঁদের সঙ্গে বসতে বললেন। আমি তাঁদের জিজ্ঞাসা করলাম, কোথায় কোথায় দাঙ্গা চলছে? সেনাবাহিনীকে যদি দাঙ্গা থামাতে হয় তাহলে কী কী লাগবে তাও জানালাম।
পরদিন সকাল সাতটায় সেনাবাহিনী এল। কিন্তু তাদের ঘটনাস্থলে পৌঁছে দেওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করা হয়নি। ফলে তারা বিমান ঘাঁটিতেই বসে রইল। পরদিন আমাদের জন্য ট্রাক, ম্যাপ আর গাইড এল। আমার ধারণা প্রশাসনিক ত্রুটিতেই অত দেরি হয়েছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*