শেখ হাসিনাকে খুনের চেষ্টার মামলায় ১৯ জনকে ফাঁসির সাজা শোনালো বাংলাদেশের আদালত

Bangladesh's Prime Minister Sheikh Hasina Wazed speaks with a reporter during the United Nations General Assembly in New York City, U.S. September 18, 2017. REUTERS/Stephanie Keith
Spread the love
১৪ বছর পর অবশেষে রায় বেরলো ৷ ২০০৪ সালে একটি মিছিলে পরপর গ্রেনেড ছুঁড়ে, গুলি চালিয়ে বাংলাদেশের তৎকালীন বিরোধী নেত্রী শেখ হাসিনাকে খুনের চেষ্টার মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু-সহ ১৯ জনের ফাঁসির রায় দিল বাংলাদেশের আদালত ৷
সেই মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হয়েছে পাকিস্তানের মদতে হামলার ব্লু প্রিন্ট তৈরি করা তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের ৷ ২০০৪ সালের ২১ অগাস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে গ্রেনেড হামলার ঘটনায় মোট ২৪ জনের মৃত্যু হয় ৷ জখম হন অন্তত ৩০০ জন ৷
[10/10, 3:43 PM] Ashis Rojdin: খালেদা পুত্র তারেক রহমান বর্তমানে রয়েছেন লন্ডনে ৷  বুধবার ফেসবুকে একটি ভিডিও বার্তায় নিজেকে নির্দোষ বলে দাবি করে গোটা মামলার প্রক্রিয়াকে প্রহসন বলে মন্তব্য করেছেন তিনি ৷ রায়দানকে ঘিরে উত্তেজনা ছিলই ৷ আদালত রায় দেওয়ার পর পরিস্থিতি আরোই উত্তপ্ত হয়ে ওঠে ৷  রাজধানী ঢাকার সর্বত্রই এর জন্য হাই অ্যালার্ট জারি হয়েছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*