তেলের দাম বৃদ্ধি নিয়ে নাভিশ্বাস সাধারণ মানুষের, দিশা দেখালো ফোন পে অ্যাপ; পড়ুন!

Spread the love
রিপোর্টার- সুভাষ মজুমদার 
তেলের দাম বৃদ্ধি নিয়ে যখন নাভিশ্বাস সাধারণ মানুষের। সেই সময় দিশা দেখাচ্ছে ব্যাঙ্গালোরের তৈরিএকটি ইউ পি আই অ্যাপ। যথার্থই ডিজিটাল ইন্ডিয়ার সুফল পাচ্ছেন সাধারণ মানুষ।এই অ্যাপের মাধমে ১০০টাকার পেট্রোল কিনলে ৪০ টাকা ৭৫ পয়সা ফেরৎ আসছে সরাসরি ক্রেতার মোবাইল ওয়ালেটে। লিটার প্রতি পেট্রোলের দাম এখন ৮৬ টাকা ছাড়িয়ে ১০০ টাকা ছুঁই ছুঁই।এতে উপকৃত হচ্ছে সাধারণ মানুষ।ফোন পে আপ ব্যবহার করে এক লিটার পেট্রোলের দাম দাড়াচ্ছে প্রায় ৫৫ টাকার কাছাকাছি।
ফোন পে অ্যাপ ব্যবহার করে তেল ভরতে সকাল থেকেই লাইন পড়ছে ইন্ডিয়ান অয়েলের তারকেশ্বর শাখায়। তবে এই সুবিধা পাওয়া যাচ্ছে হুগলী জেলার বেশ কয়েকটি ইন্ডিয়ান অয়েল পেট্রল পাম্পে। দিনে একবারই ফেরৎ আসবে ৪০টাকা৭৫পয়সা নুন্যতম ১০০ টাকা খরচ করে।প্রতিদিন নুন্যতম ১০০ টাকা খরচে ৪০ টাকা সাশ্রয়। এই অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইন্সটল করা যাবে যে কোনো এন্ড্রয়েড মোবাইলে।অথবা শেয়ার করেও এপ্স টি ব্যবহার করতে পারবেন।যিনি শেয়ার করবেন তিনি পেয়ে যাবেন ১০০টাকার  গিফট ভাউচার যেটা দিয়ে কেনা যাবে পেট্রোল।
এপ্স টি ব্যবহারের শুরুতেই প্রথম ট্রানজাকশনে মিলবে ১০০ টাকার গিফট ভাউচার। পুজোর ট্যাঙ্ক ভর্তি করতে ব্যস্ত জনতা।তাই তারকেশ্বরের এই পেট্রল পাম্পটিতে ভিড় সামলাতে ব্যস্ত পাম্প কর্মীরা।
তারকেশ্বর শাখার ইন্ডিয়ান অয়েলের ম্যানেজার পার্থ সোনাই বলেন ১০০ টাকায় ৪০ টাকা ক্যাশ ব্যাক দিচ্ছে ফোন পে এপ্সের মাধ্যমে পেট্রোল ভরলে।সব পাম্পে এই সুবিধা নেই এখন।হুগলী জেলার দশটি ইন্ডিয়ান অয়েল পাম্পে চালু আছে এই মুহূর্তে।কিছু কিছু এইচ পি তে চালু আছে।এই বাজারে ক্রেতারা ভীষণ উপকৃত হচ্ছে।সারাদিনে প্রায় হাজার ক্রেতা আসছে তেল নিতে।
পাম্পে তেল ভরতে আসা এক ক্রেতা বলেন পুজোর সময় চুটিয়ে ঘোড়া যাবে বাইক নিয়ে ।সস্তায় তেল পাচ্ছি এই দুর্মূল্যের বাজারে।বাইক ফুল ট্যাঙ্ক করছি প্রতিদিন ১০০ টাকা করে যেন ভোরে।
আর এক ক্রেতা এতেও খুব একটা খুশি নন তার দাবি এটা যদি প্রতি দিন ২০০ টাকায় অফার থাকতো আরো ভালো হতো। পেট্রোল পাম্পের এক কর্মী বলেন খুব ভালো অফার দিচ্ছে ফোন পে এপ্সটি।এই বাজারে পুজোর মুখে তেলের খরচে সাশ্রয়।সকাল থেকে ক্রেতা সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছি।তবে এই অফার চলতি বছরের ৩১শে ডিসেম্বরের পযন্ত।আরো বেশি দিন দিলে আরো ভালো হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*