বিপাকে পড়তে চলেছেন বিদেশ প্রতিমন্ত্রী এম জে আকবর, তাঁর পদত্যাগ দাবি করলো কংগ্রেস

Spread the love
মি টু ক্যাম্পেনের ধাক্কায় বিপাকে পড়তে চলেছেন বিদেশ প্রতিমন্ত্রী এম জে আকবর। দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস বুধবার তাঁর পদত্যাগ দাবি করেছে।
গত ৮ অক্টোবর এক মহিলা সাংবাদিক অভিযোগ করেন, সম্পাদক থাকাকালীন আকবর তাঁকে যৌন হেনস্থা করেছিলেন। এদিন কংগ্রেসের মুখপাত্র জয়পাল রেড্ডি বলেন, হয় আকবর এই অভিযোগের সন্তোষজনক জবাব দিন,  নয়তো পদত্যাগ করুন। এর আগে কংগ্রেসের মনীশ তেওয়ারি বলেন, চুপ করে থাকলে চলবে না। আমরা সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রধানমন্ত্রী, দুজনের থেকেই শুনতে চাই, তাঁদের এই অভিযোগ সম্পর্কে কী বলার আছে।
কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রী মানেকা গান্ধী মঙ্গলবারই বলেছিলেন, মহিলা সাংবাদিকের অভিযোগ নিয়ে তদন্ত হওয়া উচিত। যারা ক্ষমতায় থাকে, তারা অনেক সময় এমন করে।  মিডিয়া, রাজনীতি এবং বিভিন্ন কোম্পানির পদস্থ কর্তাদের ক্ষেত্রে একথা প্রযোজ্য। এখন মহিলারা এর বিরুদ্ধে মুখ খুলছেন। আমাদের এইসব অভিযোগ সিরিয়াসলি নেওয়া উচিত।
আকবর এখন আছেন নাইজেরিয়ায় ।  এ সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া জানা যায়নি ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*