প্রতিদিনই রেকর্ড হারে পড়ছে টাকার দাম। লক্ষ্ণীবারেও সেই পতন বহাল, নতুন করে রেকর্ড পতন টাকার দামে, ২৪ পয়সা কমে ডলারের নিরিখে টাকার দাম ৭৪.৪৫টাকা। বুধবার পর্যন্তও টাকার দাম ৭৪.২১ টাকায় আটকে থাকে। বৃহস্পতিবার বাজার খুলতেই প্রথমে ৭৪.৩৭ , বেলা বাড়তে ৭৪.৪৫ টাকা দাঁড়ায়।
শেয়ার সূচকের অবস্থাও বেহাল। ১০৩০ পয়েন্ট নেমে শেয়ার সূচক ছুঁল ৩৪,০৬৩,৮২-তে, নিফটি নেমে ১০,১৬৯.৮০ পয়েন্টে ঠেকেছে।বড় বড় বেশ কয়েকটি শেয়ার যেমন- এসবিআই, টাটা স্টীল, বেদান্ত, এইচডিএফসি,ইন্ডাসল্যান্ড ব্যাঙ্কের সূচক পড়ে যায়। এই পরিস্থিতিতে মাথায় হাত বিনিয়োগকারীদেরও।
বুধবার লাভে থাকা মোট ৩০টি শেয়ার বৃহস্পতিবার পুরোপুরি পড়ে গিয়েছে। তার ফলেও বিপর্যস্ত সেনসেক্স। গত কয়েক সপ্তাহ ধরে শেয়ার সূচকের হার এতটা নিম্নমুখী হওয়ায়, বিনিয়োগকারীরাও বিনিয়োগে ভরসা পাচ্ছেন না। কয়েকটি বিদেশী বিনিয়োগে ভরসা রেখেই আর্থিক সূচক নতুন করে ঘুরে দাড়ানোর চেষ্টা।
Be the first to comment