গতকাল শুক্রবার সাড়ে তিনটায় নিউইয়র্কের জ্যামাইকার ১৭০ ষ্ট্রিট এবং হিলসাইড এভিনিউর এক বাড়িতে চলন্ত গাড়ি নিয়ে এক মাতাল চালক বাড়ির সদর দরজায় আঘাত করে । এতে বাড়িটির ভীষণ ক্ষয়ক্ষতি হয়। গাড়িটি রেলিং ভেঙ্গে লিভিং রুমের দরজায় সজোরে আঘাত করে। বিকট শব্দে কেপে ওঠে পুরো বাড়ি। এই দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন ঐ বাড়িতে থাকা পরিবারের তিন সদস্য। ঘটনায় আহত হয়েছে দুই শিশু। তাদের লং আইল্যান্ড জুইস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাড়িটির মালিক একজন বাংলাদেশী। জানাগেছে, এ সময় ছোট ভাইকে নিয়ে টিভি দেখছিলেন ১০ বছর বয়েসী সিমরান বেগম। ঘটনা আচ করার আগেই ভীত সন্ত্রস্ত সিমরান ছোট ভাইকে নিয়ে ভেতরের রুমে চলে যান। ঘটনার পর বাড়ির মালিক জানান, বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে, ভিশন বিপাকে পড়েছি। দরজা ও দেয়াল ভেঙ্গে যাওয়ায় তার গর্ভবতি স্ত্রী এবং পরিবারের সদস্যরা তীব্র শীতে কষ্ট পাচ্ছে।
গাড়িটি একজন মহিলা চালাচ্ছিলেন। হঠাৎ সাইড ওয়াকের ওপর দিয়ে ফ্রন্ট ডোরে আঘাত করে। এতে দরজাসহ দেয়াল ও লিভিং রুমের ব্যাপক ক্ষতি হয়। গাড়িটি সাইড ওয়াক ক্রস করার সময় পথচারি দুই শিশুকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর চালক পালিয়ে যেতে চাইলে এক প্রতিবেশী তাকে আটক করে। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
Be the first to comment