বাঘ শুমারি শুরু হবে নভেম্বরে

Spread the love

গ্লোবাল টাইগার ফোরাম ও ন্যাশানাল টাইগার কন্সারভেশন অথরিটি-র সহযোগিতায় রাজ্য সরকারের বন দফতরের উদ্যোগে নভেম্বর মাস থেকে রাজ্য জুড়ে বাঘ ও অন্যান্য প্রাণীর গণনা শুরু করা হবে। হাতির গণনা ইতিমধ্যেই সম্পন্ন করেছে বন দফতর।  গণনায় দেখা গেছে উত্তরবঙ্গে হাতির সংখ্যা ৪৯০ ও দক্ষিণবঙ্গে হাতির সংখ্যা ২০০। প্রতি চার বছর অন্তর হাতি ও বাঘের গণনা করা হয়। অন্যান্য প্রাণীদের গণনা করা হয় প্রতি দুই বছর অন্তর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*