মহারাষ্ট্রের সাতারা জেলার প্রত্যেক বাড়িতে এখন বাড়ির নেমপ্লেটে গৃহকর্তা ছাড়াও গৃহকর্তী’র নাম দিতে হবে। মহিলারা এখন আর পিছিয়ে নেই। মহারাষ্ট্রের এই অংশে মহিলারা ঘর এবং খামার উভয়েরই দেখাশোনা করে, তাদের স্বামীরা শহরে কাজ করে, খুব কমই তারা সম্পত্তি অধিকার পায়। ৫০০০ নারী যৌথ মালিকানা অর্জনের জন্য একটি নতুন আন্দোলনে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার উদ্দেশ্যে এখন থেকে বাড়ির নেমপ্লেটে গৃহকর্তা ও গৃহকর্তী’র নাম উভয়ই থাকবে।
Be the first to comment